“তুই একটা গদ্দার”, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর অর্শদীপকে কটূক্তি ভারতীয় সমর্থকের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের তরুণ বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংয়ের সময়টা একেবারে ভালো যাচ্ছে না। বল হাতে তিনি এশিয়া কাপ শুরু হওয়ার আগে খুবই ভালো ছন্দে ছিলেন। কিন্তু হয়তো গুরুত্বপূর্ণ টুর্ণামেন্টে প্রথমবার নাম্বার চাপ সামলাতে পারেননি পাঞ্জাবি পেসার। কিছুদিন আগে যে পেসারকে ভারতীয় দলের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছিল তাতেই এখন অনেকে দল থেকে বার করে দেওয়ার দাবি জানাচ্ছেন।

রোহিত শর্মা সহ ভারতীয় দলের বাকি সকল অভিজ্ঞ ক্রিকেটার এবং রাহুল দ্রাবিড় যদিও তরুণ পেসারের পাশেই দাঁড়িয়েছেন। অনেকেই জানিয়েছেন নিজেদের প্রথম টুর্নামেন্টের অভিজ্ঞতার কথা এবং তাদের দ্বারা কি কি ভুল হয়েছিল। বিরাট কোহলি জানিয়েছেন যে প্রথম বড় টুর্নামেন্ট খেলতে নেমে তিনি এমন কিছু ভুল করেছিলেন যার পর তিনি সারা রাত ঘুমোতে পারেননি এবং ভেবেছিলেন আর সুযোগই পাবেননা ভারতীয় দলে, কিন্তু তেমনটা হয়নি। কিন্তু ভারতীয় দলের সকলে পাশে দাঁড়ালেও দেশের বেশ কিছু সংখ্যক মানুষ এখনো অর্শদীপের বিরুদ্ধে আওয়াজ তুলছেন।

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচে খুব ভালো বোলিং করতে না পারার পাশাপাশি অর্শদীপ, পাকিস্তানের আসিফ আলীর একটি অত্যন্ত সহজ কাজ ফেলে দিয়েছিলেন। পরেই সেই আসিফ আলীর ক্যামিওই ভারত এবং পাকিস্তান ম্যাচের নির্ণায়ক মুহূর্ত হয়ে দাঁড়িয়েছিল। তারপর রাতারাতি টুইটারে তথ্য বিকৃত করে তাকে খালিস্থানের ক্রিকেটার বানিয়ে দেওয়া হয়। সেই বিতর্কের আঁচ এখনো ঠান্ডা হয়নি এরমধ্যেই নতুন করে আক্রমণ করা হল পাঞ্জাবের পেসারকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ হারের পর ভারতীয় দল যখন টিম বাসের উদ্দেশ্যে এগিয়ে আসছিল তখন সেখানে উপস্থিত কিছু সমর্থক অর্শদীপকে গদ্দার বলে দাবি করেন। সেই ঘটনায় তরুণ পেসার নিজেও আশ্চর্য হয়ে যান এবং বেশ কিছুক্ষণ দাড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন সেই বক্তব্য ছুঁড়ে দেওয়া মানুষটির দিকে। পরে নিরাপত্তারক্ষীরা সেই মানুষটিকে ঠেলে ওখান থেকে সরিয়ে দেন।

সত্যি কথা বলতে গেলে অর্শদীপ সিং এই টুর্নামেন্টে একদিনই ভালো বোলিং করেছিলেন। সেটা হলো এশিয়া কাপ ২০২২-এ ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। সেদিন ৩.৫ ওভার বল করে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। তারপর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচেও চূড়ান্ত খারাপ বোলিং করেন তিনি। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খারাপ বোলিং করলেও দুই ক্ষেত্রেই শেষ ওভারে মাত্র ৭ রান নিয়ে বেশ কিছুটা লড়াই উপহার দিয়েছেন তিনি যা প্রমাণ করে তার মধ্যে একজন ভালো হয়ে ওঠার সমস্ত উপকরণ মজুত রয়েছে। এখন প্রয়োজন শুধু একটু পরিচর্যার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর