দল চাপে পড়তেই বর্ণবিদ্বেষ হাতিয়ার! ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ইংরেজদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল যখন ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ ইংল্যান্ডের, তখন বেশ কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন মাঠে উপস্থিত ভারতীয় সমর্থকরা। সকলেই জানেন যে ভারতীয় ক্রিকেট দল বিশ্বের যে প্রান্তেই খেলুক না কেন তাদের সমর্থনের অভাব হয় না। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে এত প্রবাসী ভারতীয় রয়েছেন যে অনেক সময় মনে হয় যে ভারত নিজেদের হোমগ্রাউন্ডেই খেলছে। স্বাভাবিকভাবেই এজবাস্টন টেস্টেও ভারতের সমর্থনের অভাব হয়নি।

কিন্তু নিজের দেশকে সমর্থন করতে গিয়ে যে বর্ণবিদ্বেষের শিকার হতে হবে এমনটা হয়তো স্বপ্নেও ভাবেননি সেই ভারতীয় সমর্থকরা। কাল ১০৭ থেকে ১০৯ রানের মধ্যে পরপর তিনটি উইকেট হারায় ইংল্যান্ড। সময় মনে হচ্ছিল ভারত দুর্দান্তভাবে ম্যাচের ফিরে এসেছে। স্বাভাবিকভাবেই উদযাপন শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ঠিক এই সময়ে ঘটে একটি অনভিপ্রেত ঘটনা।

ভারতীয় সমর্থকদের উদযাপন করতে দেখে মেজাজ হারিয়ে বসেন সেখানে উপস্থিত কিছু ইংল্যান্ড সমর্থক। ফলে তারা ভারতীয় ক্রিকেটার এবং সেই ভারতীয় সমর্থকদের উদ্দেশ‍্যে ছুঁড়ে দেন বর্ণবিদ্বেষী মন্তব্য। ঘটনায় হতবাক হয়ে যান সেই ভারতীয় সমর্থকরা। পোষ্য মাঠের মধ্যে সকল ইংরেজ সমর্থকই যে এমন করেছেন তা না কেউ কেউ তাদের ওই বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করেছেন। গোটা ঘটনার বর্ণনা ভারত আর্মি নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সকলের সাথে।সঙ্গে যে ইংরেজ দর্শকরা ভারতীয় সমর্থকদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের ধন্যবাদও জানিয়েছে ওই সংগঠন।

গোটা ঘটনা ইসিবির কানে উঠতেই তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে মাঠে ঘটে যাওয়া এই নক্কারজনক ঘটনার তারা তদন্ত করে দেখবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোটা পৃথিবী জুড়ে যেখানে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে একজোট হতে চলেছে খেলার মাঠ সেখানে অনেকবার এই সংবেদনশীল বিষয় নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য বার্তা তুলে ধরেছে এমন দৃষ্টান্তর অভাব নেই। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট হকি প্রত্যেকটি খেলাতেই খেলোয়াড়রা, ক্লাবগুলি, দেশগুলি এইরকম বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দিয়ে থাকে। তা সত্ত্বেও এখনো যে পৃথিবীতে এমন ঘটনা ঘটে চলে সেটাই লজ্জার ব্যাপার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর