আজ কাতারের বিরুদ্ধে কঠিন ম্যাচে সুনীল ছেত্রীকে ছাড়ায় নামতে চলেছে ভারতীয় ফুটবল দল।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ওমানের কাছে হার স্বীকার করতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে। আর প্রথম ম্যাচে ঘরের মাঠে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে ভারতীয় ফুটবল দল মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে। আজ অর্থাৎ মঙ্গলবার হতে চলেছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ভারতের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ভারত মুখোমুখি হবে কাতারের সাথে। তবে এই ম্যাচে যে সুনীল ছেত্রীরা আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে সেটা বলাই বাহুল্য কারণ কাতার হচ্ছে অন্যতম শক্তিশালী দল।

এই কাতার তাদের প্রথম ম্যাচে ছয় গোলে হারিয়েছে আফগানিস্তানকে। তাই বলা যায় যে দোহাতে অনুষ্ঠিত মঙ্গলবার এই ম্যাচ ভারতীয় ডিফেন্স এর কাছে এক বড় পরীক্ষা। অপরদিকে পরীক্ষা বিশ্বকাপার কোচ ইগর স্টিমারের কাছে। তিনি যে দায়িত্ব নিয়ে ভারতীয় দলকে বদলে দিয়েছেন এবং সাফল্যের উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন সেটাই প্রমাণ করার সময় চলে এসেছে এখন, কিন্তু সামনে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।

IMG 20190910 083549

তবে এই বড় ম্যাচে ভারতীয় কোচের কাছে আর একটি বড় চ্যালেঞ্জ সেটা হল সুনীল ছেত্রীর অসুস্থতা। ওমানের বিরুদ্ধে ম্যাচ খেলার পর থেকে সুনীল ছেত্রী জ্বরে ভুগছেন। এমন কি দলের সঙ্গে প্র্যাকটিসেও যোগ দেননি তিনি, তাই এই ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী কি খেলতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন? উল্লেখ্য ওমানের বিরুদ্ধে দুর্দান্ত গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন এই সুনীল ছেত্রী।

অপরদিকে ঘরের মাঠে প্রথম ম্যাচে একদম শেষের দিকে পরপর দু’টি গোল খেয়ে ভারতকে হার স্বীকার করতে হয়েছিল ওমানের কাছে। তাই এই ম্যাচে ভারতীয় কোচ ইগর স্টিমাচ পরিবর্তন আনতে চলেছেন ডিফেন্স লাইন আপে। কাতারের বিরুদ্ধে প্রথম থেকেই ডিফেন্সে খেলতে পারেন প্রীতম কোটাল এবং আনাস।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর