“ভারত ম্যাচ জেতেনি, বাংলাদেশ ম্যাচটা হেরেছে”, চাঞ্চল্যকর মন্তব্য করে শিরোনামে সুনীল গাভাস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল বাংলাদেশের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল রোহিত শর্মার ভারতীয় দল। সেই ম্যাচের টসেও হারতে হয়েছিল ভারতকে। কিন্তু ঠিক সময়ে ছন্দে ফিরেছিলেন লোকেশ রাহুল। তার এবং বিরাট কোহলির ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৮৫ রানের বিশাল লক্ষ্য রেখেছিল ভারতীয় দল। অর্ধশতরান করেছিলেন রাহুল এবং কোহলি।

এরপর রান তারা করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। বঙ্গ ওপেনার লিটন দাসের আগ্রাসী মেজাজের ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লে-তে ৬০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। বৃষ্টি যখন ম্যাচে ভিন্ন ঘটায় তখন বাংলাদেশ সাত ওভারে কোন উইকেট না খুইয়েই ৬৬ রান তুলেছে। কিন্তু বৃষ্টি থামার পরে যখন বাংলাদেশকে আর ৫৪ বলে ৮৫ রান করার লক্ষ্য দেওয়া হয়েছিল তখন কোনও এক অজ্ঞাত কারণে লিটন দাস রানআউট হওয়ার পর থেকেই একের পর এক উইকেট খুইয়ে নিজেরাই নিজেদেরকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ দল।

বাংলাদেশের এই হারের জন্য অনেক বাংলাদেশী ক্রিকেটপ্রেমী আইসিসির দেখানো ভারতীয় পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন। অনেকেই বলছেন যে বিরাট কোহলি আম্পায়ারদের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছেন। অনেকে আবার বিরাট কোহলির ফেক ফিল্ডিং করা সত্ত্বেও শাস্তি না পাওয়ার অভিযোগ তুলছেন। এবার এই তর্ক বিতর্কে অংশ নিয়েছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

বাংলাদেশের হার সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “বুদ্ধিমত্তার সাথে ক্রিকেট খেলার বদলে বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার প্রতি বলে ছক্কা মারার চেষ্টা করছিলেন। তারা স্কোয়ারের দিকের ছোট বাউন্ডারিগুলিকে টার্গেট করতে চেষ্টা করছিল যেটা ভারতীয় অভিজ্ঞ বোলাররা সহজেই বুঝে নিয়েছিল। তারা সেই মতো বোলিং করে বাংলাদেশের কাজটা কঠিন করে তুলেছিল।”

তিনি আরও বলেছেন, “ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের হাতেই ছিল। আমি তো এটাই বলব যে ভারত ম্যাচ জিতেছে, এইটা বলার চেয়ে বলা ভালো যে বাংলাদেশ ম্যাচটা হাতছাড়া করেছে। তারা যদি একটু বুদ্ধি করে ব্যাটিং করত, শর্ট রান নিয়ে ভারতীয় ফিল্ডারদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করত তাহলে ম্যাচটা তারাই জিতে ফিরতো।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর