মাথায় বাজ পড়লো ভারতীয় পেসারের! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীন হারালেন বাবাকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারা গেলেন ভারতের তারকা পেসার উমেশ যাদবের (Umesh Yadav) বাবা তিলক যাদব। মৃত্যুকালে ৭৪ বছর বয়স হয়েছিল তার। এই মুহূর্তে ভারতীয় দলের (Team India) হয়ে মাঠে নামছেন না তিনি। কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় শোকপ্রকাশ করেছে গোটা বিশ্ব। তবে এই ব্যাপারে উমেশ যাদবের কোনও বক্তব্য আপাতত সামনে আসেনি।

দিল্লি টেস্টের পরেই উমেশ যাদব সহ গোটা ভারতীয় দল তৃতীয় টেস্টের মাঝে থাকা বেশ কিছুদিনের ব্যবধান কাজে লাগিয়ে নিজেদের বাড়ি ফিরে গিয়েছিলেন। ২২শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার উমেশের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিজের নাগপুরের বাসভবনে। জানা যাচ্ছে তিলক যাদব পেশায় একজন কয়লা খাদানের শ্রমিক ছিলেন। ২৩শে জানুয়ারি অর্থাৎ আজই শেষকৃত্য ঘটেছে তিলকের।

umesh yadav father

তবে এমনটা যে হতে পারে সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল না। কারণ বিগত কয়েক মাস ধরে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। বেসরকারি হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় টাকা খরচ করে চিকিৎসা করেও তার স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়নি। তাই নিরুপায় হয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তারপরে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উমেশের পিতা।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি টেস্টে তিনি একাদশে জায়গা পাননি। এরপর হয়তো তৃতীয় টেস্টের স্কোয়াডে তিনি থাকবেন না। থাকলেও তিনি যে প্রথম একাদশে সুযোগ পাবেন না এই ব্যাপারে সকলেই সম্পূর্ণভাবে নিশ্চিত। তাই তাকে হয়তো ইন্দোর টেস্টের জন্য দল থেকে রিলিজ দেওয়া হবে।

শেষবার উমেশ যাদব ভারতীয় দলের হয়ে খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে মাঠে নেমেছিলেন তিনি। একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তাই শুধুমাত্র টেস্ট ফরম্যাটেই আপাতত সীমাবদ্ধ ছিলেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর