কাজ চলার জের, টানা ১৩ দিন হাওড়া শাখায় বন্ধ অজস্র লোকাল ট্রেন! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক: চলতি সপ্তাহে আবারও একগুচ্ছ লোকাল ট্রেন (Local train) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Railways)। এর জেরে বেশ দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের। পূর্ব রেলের লাইনে কাজ চলার জন্য এই ক’দিন ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড শাখার চন্দনপুর, কামারকুন্ডু এবং বারুইপাড়া লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল।

এই শাখার লাইনে ইন্টার লকিংয়ের কাজ চলার কারণে ইএমইউ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আজ অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর অবধি এই লাইনে ট্রেন বাতিল থাকবে। এর জেরে ব্যাপক ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। কোন ট্রেনগুলি বাতিল থাকবে তার তালিকা প্রকাশ করেছে রেল।

emu train

এই কয়েকদিন এই লাইনে হাওড়া থেকে ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১ এবং ৩৬০৭১ ট্রেনগুলি বাতিল থাকবে। পাশাপাশি, মশাগ্রাম থেকে ৩৬০৮৪ ও ৩৬০৮৬ ইএমইউ ট্রেন বাতিল থাকবে। একইসঙ্গে বর্ধমান থেকে ৩৬৮৪০, গুড়াপ থেকে ৩৬০৭২ এবং বারুইপাড়া থেকে ৩৬০১২ ট্রেনটি বাতিল থাকবে।

প্রসঙ্গত, এর আগেও চতুর্থ লাইনের কাজের জন্য এই তিনটি স্টেশনের ট্রেন চলাচল বন্ধ ছিল। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ট্রেন বন্ধ থাকার পর ফের চালু হয় পরিষেবা। তারপর কয়েকদিন স্বাভাবিক ভাবে করেছিল ট্রেন চলাচল। কিন্তু ফের লাইনে কাজের জন্য এই তিনটি স্টেশন থেকে কয়েকদিনের জন্য ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

local train

উল্লেখ্য, কামারকুন্ডু, বারুইপাড়া, চন্দনপুর, হাওড়া-বর্ধমান কর্ড শাখার অন্যতম ব্যস্ত রেলস্টেশন। অফিস যাত্রী থেকে পড়ুয়া- এই স্টেশনগুলিতে নিত্যযাত্রীদের ভিড় লেগেই রয়েছে। এছাড়াও বহু সাধারণ যাত্রীর যাতায়াত এই স্টেশনগুলি থেকে। তাই আগামী ১৩ দিন এই লাইনে ট্রেন বাতিল হলে সমস্যায় পড়তে হবে একাধিক মানুষকে।  

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর