পরপর দাঁড়াতে পারে ২টি ট্রেন, বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম রয়েছে আমাদের ভারতেই

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের দীর্ঘতম রেল স্টেশনের প্ল্যাটফর্ম (World’s longest railway platform) কোথায় আছে জানেন? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল (Indian Railways)। ফলত আমাদের দেশের রেল পরিষেবায় এমন অনেক জিনিস রয়েছে যা বিশ্বে আর কোথাও নেই। এগুলি একেবারেই অনন্য। জানিয়ে রাখি, বিশ্বের দীর্ঘতম রেল স্টেশনের প্ল্যাটফর্ম রয়েছে আমাদের ভারতেই। 

বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম লম্বায় ১৩৬৬.৪ মিটার। অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার লম্বা এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম দিয়ে আপনি হেঁটেই যাবেন কিন্তু প্ল্যাটফর্ম আর শেষ হবে না। প্ল্যাটফর্মের এক মাথা থেকে অন্য মাথায় যেতে আপনি হাঁফিয়েও উঠতে পারেন। এটি রয়েছে উত্তর প্রদেশের গোরক্ষপুর জংশনে (Gorakhpur Junction)। 

gorakhpur junction

উত্তর পূর্ব রেলের অধীনস্থ এই প্ল্যাটফর্মটি ২০১৩ সালে পুনরায় সাজানো হয়েছিল। এরপরেই এটির নাম উঠে যায় ‘লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’। গোরক্ষপুর জংশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য ১৩৬৬.৪ মিটার। গোটা পৃথিবীর কোনও রেল নেটওয়ার্কে এত লম্বা প্ল্যাটফর্ম দেখা যায় না। এটি একেবারেই অনন্য একটি প্ল্যাটফর্ম।

kharagpur station

এর আগে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের রেকর্ড ছিল পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশনের মাথায়। কিন্তু সেই শিরোপা ছিনিয়ে নিয়েছে গোরক্ষপুর জংশন। খড়গপুরের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০৭২.৫ মিটার। কিন্তু ২০১৩ সালে পুনরায় সাজানোর পর ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে ছাপিয়ে যায়। ফলে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের শিরোপা ওঠে গোরক্ষপুরের মুকুটে।

রিপোর্ট অনুযায়ী, গোরক্ষপুর জংশনের এই প্ল্যাটফর্ম এতটাই দীর্ঘ যে সেখানে অনায়াসে দু’টি ট্রেন দাঁড় করিয়ে রাখা যাবে। বস্তুত ২৬ বগির ২টি বড় ট্রেন পর পর দাঁড় করিয়ে রাখা যাবে গোরক্ষপুর জংশন স্টেশনে। বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম থাকার পাশাপাশি এটি খুবই ব্যস্ত একটি স্টেশনও। প্রতিদিন এখান দিয়ে শয়ে শয়ে ট্রেন যাতায়াত করে। প্রতিদিন প্রায় ১৭০টি ট্রেন যাতায়াত করে এই স্টেশন দিয়ে। ফলে এই স্টেশনে বিপুল সংখ্যক যাত্রীরও সমাগম হয়। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর