কনফার্ম খবর! এবার এই জনপ্রিয় রুটেই চলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত, দেখুন ভাড়া কত

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের ইতিহাসে বন্দে ভারত এক্সপ্রেস এক গর্বের অধ্যায়। বর্তমানে গোটা দেশে ৫০টির কাছাকাছি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। যাত্রী স্বাচ্ছন্দের নিরিখে বন্দে ভারত এক্সপ্রেসের তুলনা নেই। ক্রমশ চাহিদা বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের। সিজন টাইমে শুধু নয়, সাধারণ সময়েও বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট পাওয়া দুষ্কর।

তবে বর্তমানে যে কটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে সেগুলির সবকটাই চেয়ার কার। শোয়ার ব্যবস্থা বা স্লিপার ক্লাস নেই বন্দে ভারতে। তাই ১০-১২ ঘন্টার বেশি দূরত্বের যাত্রাও সম্ভব হচ্ছে না বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে। এই সমস্যার সমাধানে এবার ট্র্যাকে নামতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।

আরোও পড়ুন : জঙ্গলে বসছে খুঁটি, মাপজোক চলছে বন দপ্তরের! মাথায় হাত সোনাঝুরি হাটের ১৭০০ ব্যবসায়ীর

জানা যাচ্ছে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে উত্তর প্রদেশে। সূত্রের খবর, রেলের তরফ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে আগ্রা ও গোরখপুরের মধ্যে স্লিপার বন্দে ভারত চালানোর। লোকসভা নির্বাচনে মিটে গেলেই উদ্বোধন হতে পারে এই ট্রেনের। আগ্রা ও গোরখপুরের মধ্যে এই ট্রেন প্রাথমিকভাবে চালানো হলেও পরবর্তীকালে এটি সম্প্রসারিত হতে পারে দিল্লি পর্যন্ত।

আরোও পড়ুন : পাহাড়ের মাঝে ছোট্ট হ্রদে ঘেরা নির্জন গ্রাম! এই হিল স্টেশনে পা রাখলেই মনে হবে ‘এ যেন সাক্ষাৎ স্বর্গ’

উত্তর-পূর্ব রেলওয়ের উপদেষ্টা কমিটির সদস্য কৃষ্ণ গৌতম জানাচ্ছেন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে স্লিপার বন্দে ভারত ফ্ল্যাগঅফ করার জন্য। এই প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদনও মিলেছে উত্তর পূর্ব রেল, গোরখপুর জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে। আগামী ১০ থেকে ১২ এপ্রিল রেলওয়ে টাইম টেবিল কমিটির বৈঠক রয়েছে জয়পুরে। সেখানে স্লিপার বন্দে ভারতের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

This company manufactures sleeper rakes of Vande Bharat

আপাতত সপ্তাহে ৬ দিন আগ্রা ফোর্ট-গোরখপুর বন্দে ভারত চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রায় ১০ ঘণ্টায় এই ট্রেন অতিক্রম করবে গোরখপুর থেকে আগ্রার দূরত্ব। প্রস্তাবিত টাইম টেবিলে বলা হয়েছে, এই ট্রেন  সন্ধ্যা ৭ টায় ছাড়বে গোরখপুর থেকে ও সেটি ভোর ৫ টায় ঢুকবে আগ্রা ফোর্টে। তারপর আগ্রা ফোর্ট থেকে সন্ধ্যা ৭ টায় রওনা দেবে গোরখপুরের উদ্দেশ্যে এবং গন্তব্যে পৌঁছাতে বেজে যাবে ভোর ৫ টা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর