সুখবর! অবশেষে চলবে ট্রেন, ১৪ বছর পর চালু হচ্ছে বাংলার এই গুরুত্বপূর্ণ লাইন, উদ্যোগ রেলের

বাংলাহান্ট ডেস্ক : বালুরঘাট (Balurghat) – হিলি (Hili) রেললাইন (Railway track) সম্প্রসারণের কাজ অবশেষে প্রাণ পেতে চলেছে। জমি জটের কারণে রেললাইন সম্প্রসারণের কাজ আটকে ছিল বহুদিন। তবে রেলের পক্ষ থেকে সুখবর উঠে আসছে। ২০২৪ সালে অবসান হতে চলেছে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার।

ভারতীয় রেলের এই উদ্যোগের ফলে এবার সহজেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে হিলি। রেলমন্ত্রকের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর প্রশাসনকে ২৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের জন্য। জমি অধিগ্রহণের জন্য তৎপর ভাবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সংগ্রহ করতে শুরু করেছে নথি।

আরোও পড়ুন : আর মাত্র কিছুক্ষণ! বড়সড় বদল আসবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়, বৃষ্টি নিয়ে অ্যালার্ট জারি বহু জেলায়

উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের (Katihar railway division) ডিআরএম সুরেন্দ্র কুমার সম্প্রতি বালুরঘাট সফরে গিয়েছিলেন। সেই সময় তিনি জানান, জমি অধিগ্রহণের কাজ শুরু হওয়ার পর টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে। এই আবহেই আরো একটি খবর উঠে আসছে যা শুনলে দক্ষিণ দিনাজপুরবাসীরা আনন্দে লাফিয়ে উঠবেন।

আরোও পড়ুন : নিষিদ্ধ করতে হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা! মন্দিরে মূর্তি আগমনের দিনে হাইকোর্টে জনস্বার্থ মামলা

জানা যাচ্ছে রেলের পক্ষ থেকে আগামী ২১শে জানুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে হিলি যমুনা নদীতে নির্মীয়মান সেতু সংলগ্ন এলাকায়।রেলের এক আধিকারিক এই বিষয়ে বলেছেন, “ওই দিন কাজের সূচনা হবে অনুষ্ঠানের মাধ্যমে। এই কাজ দ্রুত আমরা সম্পন্ন করতে চাই আন্তর্জাতিক ও বাণিজ্যিক কারণের জন্য। ভূমি অধিগ্রহণ দপ্তরের পক্ষ থেকে জমি অধিগ্রহণ করে দ্রুত রেলের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।”

India's first high-speed railway trial track is under construction in this state

বালুরঘাট থেকে হিলি রেললাইন সম্প্রসারণের কাজ শুরু হয় ২০১০ সালে। এরপর জমি-জটের কারণে এই কাজ বন্ধ হয়ে যায়। তারপর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কাজে কিছুটা গতি আসে ২০২২ সাল নাগাদ। জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে বালুরঘাট থেকে হিলি অবধি ট্রেন দৌড়াতে পারে ২০২৪ সালের মার্চ মাস থেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর