পুজোয় ভ্রমণপিপাসুদের জন্য নয়া উদ্যোগ রেলের! এই রুটে চলবে ৩টি স্পেশাল ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন উৎসব উপলক্ষে ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জ করে। পুজোর সময় অনেকেই রয়েছেন যারা বাইরে ঘুরতে যান। সেইসব যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেল পুজোর সময় উত্তর-পূর্ব ভারতে তিনটি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে।

রেল জানিয়েছে, কলকাতা থেকে তিনটি স্পেশাল ট্রেন চালানো হবে পুজো উপলক্ষে। জুলাই থেকে পুজো পর্যন্ত এই ট্রেনগুলি চলাচল করবে। পুজোর সময় অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতেই এই স্পেশাল ট্রেন। বিষয়টি নিয়ে ভারতীয় রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলকাতা থেকে গুয়াহাটি, আগরতলা ও শিলচরের উদ্দেশ্যে চালানো হবে স্পেশাল এই তিনটি ট্রেন।

জানা গিয়েছে, ১৫ ই জুলাই, ২০২৩ থেকে ২৮ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত চালানো হবে 02518 গুয়াহাটি-কলকাতা স্পেশাল ট্রেন। গুয়াহাটি থেকে ট্রেনটি প্রত্যেক শনিবার ছাড়বে। অপরদিকে, 02517 কলকাতা-গুয়াহাটি স্পেশাল ট্রেন ১৩ ই জুলাই, ২০২৩ থেকে ২৬ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত চলাচল করবে। এই ট্রেনটি প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে।

২০ শে জুলাই, ২০২৩ থেকে ২৬ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত 05639 শিলচর-কলকাতা স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার করে চলাচল করবে। 05640 কলকাতা-শিলচর স্পেশাল ট্রেন ২১ শে জুলাই, ২০২৩ থেকে ২৭ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রতি শুক্রবার করে ছাড়বে। ১২ ই জুলাই, ২০২৩ থেকে ২৫ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রতি বুধবার আগরতলা থেকে স্পেশাল ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।

indian railways history

অন্যদিকে, প্রতি রবিবার করে কলকাতা থেকে আগরতলা যাওয়ার স্পেশাল ট্রেন চলবে ১৬ ই জুলাই, ২০২৩ থেকে ২৯ শে অক্টোবর, পর্যন্ত। রেল জানিয়েছে এই ট্রেনগুলির বুকিং গত ৬ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। মেইল কিংবা এক্সপ্রেসের ভাড়ার উপর অতিরিক্ত স্পেশাল চার্জ ধার্য হবে এই ট্রেনগুলির ক্ষেত্রে। রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনগুলিতে তৎকাল টিকিটের সুবিধা পাওয়া যাবে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর