ট্রেনে স্লিপারের টিকিট কেটে AC তে ভ্রমণ! বুকিংয়ের সময় করতে হবে এই ছোট্ট একটি কাজ

বাংলা হান্ট ডেস্ক: চলছে গ্রীষ্মের ছুটি, আর এই গরমের ছুটিতে সবাই কাছে দূরে বেড়িয়ে আসার প্ল্যান করে নিয়েছেন। এই প্রখর গ্রীষ্মে স্লিপার কোচে যাওয়া বেশ কষ্টকর, তাই এক্ষেত্রে AC কোচই ভরসা। তবে সবার তো আর এসি কোচে যাওযার সাধ্য থাকেনা, আবার স্লিপার কোচেও যাওয়া যায়না। তাহলে উপায়?

আজ আমরা আপনাদের এমন এক উপায় জানাবো যাতে করে আপনি স্লিপার কোচের টিকিটেই এসিতে যাতায়াত করতে পারেন। না এজন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবেনা আপনাকে। এখন ভাবছেন তা আবার কীভাবে সম্ভব তাই তো? চলুন তাহলে এই বিষয়ে জানাই আপনাদের।

ভারতের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য ভারতীয় রেলের (Indian Railways) জুড়ি নেই। প্রায় প্রতিদিনই লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করতে থাকেন এই রেল মাধ্যম ব্যবহার করে। রেলও তাদের এই বিশাল বপু নেটওয়ার্কের পরিষেবা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিনা পয়সায় আপগ্রেডেশনের সুবিধা।

আরও পড়ুন:তীব্র তাপপ্রবাহ থেকে মিলবে মুক্তি! প্রবল ঝড়বৃষ্টি নিয়ে আসছে লা নিনা, সুখবর দিল আবহাওয়া দফতর

বিনা পয়সায় আপগ্রেডেশনের সুবিধা নিয়ে যাত্রীরা এবার স্লিপার কোচের টিকিট কেটেই এসি কোচে যাতায়াত করতে পারেন। তবে সেজন্য একটি ছোট কাজ আপনাকে করে নিতে হবে। টিকিট বুকিংয়ের সময়ই “অটো-আপগ্রেডেশন” নামক অপশনে ক্লিক করতে হবে আপনাদের। তাহলেই হবে এই কাজ।

আরও পড়ুন:গুগল ডুডল শ্রদ্ধা জানাল ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হামিদা বানুকে! জানেন তিনি কে?

indian railways 1 1

এক্ষেত্রে যদি এসি কোচে কোনো সিট ফাঁকা থাকে তাহলে নিজের থেকেই আপনার টিকিট আপগ্রেড হয়ে যাবে। স্লিপার কোচ থেকে এসি কোচে টিকিট আপগ্রেড হয়ে যাবে, তাও আবার বিনামূল্যেই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর