লাগু হতে চলেছে “ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট”, পাল্টে যাবে রেলযাত্রীদের ভাগ্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ট্রেন (Indian Railways) এবং মেট্রোর (Metro Rail) যাত্রীসংখ্যা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যেটির পরিপ্রেক্ষিতে লাভবান হতে চলেছেন ট্রেন (Indian Railways) এবং মেট্রোতে সফরকারী যাত্রীরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে “ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিটের” আশ্চর্যজনক সুবিধা চালু হওয়ার পরে, এখন ট্রেন এবং মেট্রো উভয় টিকিটই কয়েক মাস আগে একসাথে বুক করা যায়। যার ফলে সামগ্রিকভাবে সুবিধা মেলে সফরের ক্ষেত্রে। IRCTC এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) যাত্রীদের জন্য এই সুবিধা শুরু করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

এবার ট্রেনে (Indian Railways) ও মেট্রোতে সফর হবে আরও সহজ:

প্রথমেই জানিয়ে রাখি যে, ভারতীয় রেল (Indian Railways) এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন যাত্রীদের সুবিধার জন্য ক্রমাগত নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসে। সেই রেশ বজায় রেখেই IRCTC এবং DMRC যৌথভাবে “ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট” চালু করেছে। মূলত, রেলের মেন লাইন এবং সেখানে সংযুক্ত মেট্রোর মাধ্যমে যাত্রীদের সুবিধাজনক ভ্রমণের জন্য এই সুবিধাটি দিল্লি-এনসিআর এলাকায় শুরু করা হয়েছে।

   

“ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট”-এর অধীনে, যাত্রীরা যেমন IRCTC-র মাধ্যমে ট্রেনের (Indian Railways) টিকিট বুক করেন, এখন তাঁরা একইভাবে IRCTC-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে দিল্লি মেট্রোর টিকিট বুক করতে পারবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, দিল্লি মেট্রো কিউআর কোড সহ এই টোকেনটি বুক করার সাথে সাথে যাত্রীর অনলাইন টিকিটে দৃশ্যমান হবে। যাতে সেটিতে রেকর্ড করা মেট্রো ট্রেনের কিউআর কোড সহ দিল্লি মেট্রোতে ভ্রমণ করা যেতে পারে। এভাবে ট্রেন থেকে নামার পর আর মেট্রোতে টিকিট পেতে যাত্রীদের আলাদা লাইনে দাঁড়াতে হবে না। বরং একই বুক করা টিকিটে সফর করা সহজ হবে।

Indian Railways "One India One Ticket" is about to be implemented,

টিকিট ৪ মাস আগে বুক করা যাবে: দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের দেওয়া তথ্যে বলা হয়েছে যে এই কিউআর কোড বেসড মেট্রো টিকিটগুলি ১২০ দিন আগে অর্থাৎ প্রায় ৪ মাস আগে থেকে IRCTC ওয়েবসাইট থেকে বুক করা যেতে পারে এবং পরবর্তী ৪ দিনের জন্য বৈধ থাকবে। যাতে ট্রেন (Indian Railways) লেট হলেও এই টিকিট নষ্ট না হয় এবং যাত্রীরা এর সুবিধা নিতে পারেন।

আরও পড়ুন: সৌরভের বাড়ির সামনে ঘুরঘুর! ধরা পড়তেই বেরিয়ে এল আসল সত্যি, পুলিশেরও চোখ উঠল কপালে

ইলেকট্রনিক স্লিপে প্রিন্ট করা হবে: দিল্লি মেট্রোর এই কিউআর কোড টোকেন IRCTC-এর যাত্রীর ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপেও প্রিন্ট করা হবে। এটি একজন যাত্রীর জন্য একটি কিউআর কোডের ভিত্তিতে হবে। জানিয়ে রাখি যে, এটি প্রথমবারের মতো সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম, IRCTC এবং মেট্রো দ্বারা করা হচ্ছে। যার ফলে যাত্রীদের (Indian Railways) সুবিধা হবে। এর বিটা ভার্সন ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে IRCTC-র সিএমডি সঞ্জয় কুমার জৈন এবং DMRC-র এমডি বিকাশ কুমার জানিয়েছেন যে, বিটা ভার্সনের সাফল্যের পরে, এটির রেগুলার ভার্সন শীঘ্রই চালু করা হবে।

আরও পড়ুন: টাটার নাম করে ১৭ কোটির প্রতারণা! খাস কলকাতায় বড়সড় কেলেঙ্কারি, অভিযোগ সামনে আসতেই….

এখনও পর্যন্ত এটাই নিয়ম: জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত, দিল্লি মেট্রোতে সিঙ্গেল জার্নির টিকিট শুধুমাত্র সফরের দিনেই বুক করা যায়। যেটি শুধুমাত্র সেই দিনের জন্য বৈধ থাকে। কিন্তু এখন এই সুবিধার পরে, আপনি যদি রেলের (Indian Railways) টিকিট বুক করেন সেক্ষেত্রে আপনি ১২০ দিনের জন্য বৈধ টিকিটের সুবিধাও পাবেন। শুধু তাই নয়, টিকিট বাতিলের সুবিধাও এক্ষেত্রে ফ্লেক্সিবল থাকবে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর