হাওড়া থেকে বাংলা ছাড়িয়ে এই রাজ্য অবধি চলবে বন্দে মেট্রো! বড় ঘোষণা রেলের, কবে শুরু?

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি বন্দে মেট্রো ট্রেন (Vande Metro Train) নিয়ে মিলল বড় আপডেট। সূত্রের খবর, হাওড়া পেরিয়ে রাজ্য ছাড়াবে এই মেট্রো ট্রেন। অর্থাৎ এই এক মেট্রো ট্রেনেই পৌঁছে যেতে পারবেন পাশের রাজ্যে। জানেন কোথায় গিয়ে পৌঁছাবে এই মেট্রো ট্রেনটি? সম্প্রতি ভারতীয় রেল (Indian Railways) প্রকাশ্যে এসেছে এই বন্দে মেট্রো ট্রেনের সম্পূর্ণ টাইম টেবিল।

রেল সূত্রে খবর, ট্রেনটি চলবে হাওড়া থেকে ভাগলপুরের মধ্যে। আট কোচ বিশিষ্ট এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। তবে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বুধবার এবং মঙ্গলবার। অর্থাৎ ট্রেনটি মঙ্গলবার হাওড়া থেকে চলবেনা এবং বুধবার ভাগলপুর থেকে চলবেনা। রেল সূত্রে জানা যাচ্ছে, এটি ভাগলপুর থেকে ছাড়বে সকাল ৬.১৫ নাগাদ এবং সেটি সাহেবগঞ্জ পৌঁছাবে সকাল ৭.২৮ মিনিটে। এরপর ট্রেনটি বারহারওয়া পৌঁছাবে প্রায় ৮.১৫ নাগাদ।

এরপর আজিমগঞ্জ, কাটোয়া নৌদীপধাম হয়ে হাওড়া পৌঁছবে দুপুর ২.২৫ টায়। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে দুপুর ১.৩০টায় এবং সেটি ভাগলপুর পৌঁছাবে প্রায় ৯.৫৬ নাগাদ। অর্থায় মাত্র ৭.৩০ ঘন্টায় মোট ৪৩৯.৫৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তবে জানিয়ে রাখি, এই ট্রেনে স্লিপারের কোনও ব্যবস্থা নেই। বদলে থাকবে চেয়ার কার কোচ।

আরও পড়ুন:জেনারেল টিকিটে AC-তে ওঠার দিন শেষ! যা পদক্ষেপ নিল রেল, শুনে আঁতকে উঠবেন

পূর্ব রেলওয়ে সদর দপ্তর থেকে একটি অপারেশনাল রিপোর্ট রেলওয়ে বোর্ডে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, জামালপুর থেকে মালদা, ভাগলপুর-হাওড়া এবং ভাগলপুর-দেওঘরের মধ্যে মোপ তিনটি বন্দে ভারত মেট্রো ট্রেন চলবে। সূত্রের খবর, মালদা রেলওয়ে ডিভিশনের মধ্যে রেলপথের অবস্থা খুবই ভালো। যে কারণে মালদা-সাহিবগঞ্জ-ভাগলপুর-কিউল রেলপথে ট্রেনের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার।

আরও পড়ুন:খাবার সুস্বাদু করতে ব্যবহার করছে এই ৩ মশলা? এখনই হন সাবধান! মিলল ক্যানসারের উপাদান

যদিও ঠিক কবে নাগাদ এই ট্রেন চালু হবে সেই নিয়ে কোনও বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনের পরেই দিনক্ষণ ঘোষণা করবে রেল। রেল আধিকারিকদের মতে, বন্দে ভারত ছাড়াও ভাগলপুর-হাওড়া রুটে আরও দুটি বন্দে ভারত মেট্রো ট্রেন চালানো হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর