৩১ শে মার্চ অবধি বন্ধ থাকবে রেল পরিষেবা? জেনে নিন কি বলছে ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্কঃ ‘৩১ শে মার্চ অবধি বন্ধ থাকবে রেল পরিষেবা!’- সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এমনই এক খবর ভাইরাল হয়ে গিয়েছিল। আর কারণ হিসাবে দেখানো হয়েছিল- করোনা সংক্রমণ আবারও উর্দ্ধমুখী হতে শুরু করেছে। সেই কারণেই নাকি আবারও রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (indian railways)। এই ঘটনার সত্যতা জানুন-

ভ্যাকসিন আবিস্কার হয়ে গেলেও, করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমান সময়ে ভারতের তৈরি ভ্যাকসিন বিভিন্ন দেশেও পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই ভ্যাকসিনের ডোজ নিয়ে নিয়েছেন সমাজের বেশ কিছু মানুষ। কিন্তু তারপরও ফের করোনা সংক্রমণ উর্দ্ধমুখী হতে শুরু করেছে।

R1 630 630

বর্তমান দিনে আবারও করোনা সংক্রমণ উর্দ্ধমুখী হওয়ার দরুণ আজ আবারও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালী বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঝে কিছুটা করোনা সংক্রমণের গ্রাফ নিম্নগামী থাকলেও, আবারও বেশকিছু জায়গায় নতুন করে সংক্রমিত হচ্ছেন মানুষজন।

জানুয়ারি মাসের নিরিখে হিসেব করলে দেখা যায়- বর্তমান সময়ে করোনা সংক্রমণ এবং করোনা মৃত, দুইয়ের সংখ্যাই বৃদ্ধি পেয়েছে। উল্টোদিকে কমেছে সুস্থতার হারও। আবারও নতুন করে সংক্রমিত হচ্ছেন মানুষ। এই পরিস্থিতিতে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল- আগামী ৩১ শে মার্চ অবধি বন্ধ থাকছে রেল পরিষেবা। কিন্তু এই বিষয়কে সম্পূর্ণরূপে নস্মাত করল রেলমন্ত্রক।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরণের খবর যে ভুয়ো, তা সরাসরি জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এই খবর প্রকৃতপক্ষে পুরোন। আগামী ৩১ শে মার্চ অবধি রেল পরিষেবা বন্ধ রাখার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর