ঘুরে দেখুন ভারতের প্রথম প্রাইভেট রেল স্টেশন! পরিষেবা শুনলে হাঁ হয়ে যাবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ট্রেনের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা দিতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের (Indian Railways) তরফে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে বিশ্বের অনেক দেশেই বেসরকারি কোম্পানির হাতে রয়েছে রেল। কিন্তু ভারতে এই পরিষেবা এখনও সরকারি ভাবেই পরিচালিত হয়। তবে ধীরে ধীরে বেসরকারি ক্ষেত্রও এতে উৎসাহিত হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই একটি স্টেশনের বেসরকারিকরণও করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে আমরা সেই স্টেশনের প্রসঙ্গেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।

কারা প্রাইভেট স্টেশন ডেভেলপ করছে: প্রথমেই জানিয়ে রাখি যে, রেল মন্ত্রকের দু’টি পিএসইউ IRCON এবং RLDA সম্মিলিত ভাবে Indian Railway Stations Development Corporation (IRSDC) গঠন করেছে। এই সংস্থাটিকে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত হাবিবগঞ্জ রেল স্টেশনকে রি-ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়। মূলত, হাবিবগঞ্জ রেল স্টেশনকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ফর্মুলায় একটি আন্তর্জাতিক স্তরের রেল স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য যে, এটি জার্মানির হাইডেলবার্গ রেল স্টেশনের আদলে তৈরি করা হয়েছে।

এই স্টেশনের ডেভেলপার কারা: জানিয়ে রাখি যে, Indian Railway Stations Development Corporation হাবিবগঞ্জ রেল স্টেশনের পুনর্নির্মাণের জন্য একটি ডেভেলপার কনসোর্টিয়াম নির্বাচন করে। এই কনসোর্টিয়ামে মেসার্স বনসাল কনস্ট্রাকশন ওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রধান সদস্য হিসেবে যোগদান করেছে। এর পাশাপাশি, কনসোর্টিয়াম সদস্য হিসেবে মেসার্স প্রকাশ এসফাল্টিংস অ্যান্ড টোল হাইওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডও অন্তর্ভুক্ত রয়েছে।

কত বছরের লিজ দেওয়া হয়েছে: হাবিবগঞ্জ রেল স্টেশনে যে কমার্শিয়াল ডেভেলপমেন্ট হয়েছে সেটির লিজ পিরিয়ড হল ৪৫ বছর। পাশাপাশি বর্তমানে রেল স্টেশনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও রয়েছে বেসরকারি সংস্থার কাছে। এর মোট সময়কাল আট বছর। এর মধ্যে তিন বছরের নির্মাণ সময়কাল এবং পরবর্তী পাঁচ বছরের মেয়াদ অন্তর্ভুক্ত রয়েছে।

আটটি রেলস্টেশন পুনর্নির্মাণ করা হচ্ছে: উল্লেখ্য যে, Indian Railway Stations Development Corporation বর্তমানে আটটি রেল স্টেশনের পুনর্নির্মাণ করছে। এর মধ্যে রয়েছে চণ্ডীগড়, ভোপালের কাছে হাবিবগঞ্জ, পুণের কাছে শিবাজিনগর, নতুন দিল্লির কাছে বিজবাসন এবং আনন্দ বিহার, গুজরাটের সুরাত, পাঞ্জাবের এসএএস নগর (মোহালি) এবং গুজরাটের গান্ধীনগর।

এসব স্টেশনে কি কি সুবিধা পাওয়া যাবে: প্রাইভেট স্টেশনগুলিতে বিশ্বমানের রেল স্টেশনের মতো সুবিধা রয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ, শপিং স্টোর, ক্যাটারিং শপ এবং পার্কিং। এছাড়াও মহিলা যাত্রীদের জন্য আলাদাভাবে আরও কিছু সুবিধার কথা বলা হয়েছে। এইসব স্টেশনে রিনিউয়েবল এনার্জির ওপর জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই স্টেশনগুলিতে বৃষ্টির জল সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে বলেও জানা গিয়েছে।

habibganj 2

এখন হাবিবগঞ্জের নাম বদলেছে: জানিয়ে রাখি যে, হাবিবগঞ্জ রেল স্টেশনের পুনর্নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের নভেম্বরে এটি উদ্বোধন করেছিলেন। পাশাপাশি, হাবিবগঞ্জ রেল স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রানি কমলাপতি রেল স্টেশন। উল্লেখ্য যে, রানি কমলাপতি ছিলেন গিন্নরগড়ের রাজা নিজাম শাহের ৭ জন রানীর মধ্যে অন্যতম একজন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর