এক সপ্তাহের জন্য দিনে ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে ট্রেনের টিকিট বুকিং, ঘোষণা রেল মন্ত্রকের

বাংলা হান্ট ডেস্কঃ রেল যাত্রীদের জন্য বড় খবর। করোনা আবহ কিছুটা স্বাভাবিকের দিকে এগোতেই, যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে কিছু কিছু সুযোগ সুবিধা পরিবর্তন করতে চলেছে রেলমন্ত্রক। যার ফলে রেল টিকিট বুকিং করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের। এই সময়কালের মধ্যে যাত্রীরা টিকিট কাটতে পারবেন না।

রেল মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড পরবর্তীতে যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে এবং পূর্বেকার সমস্ত সুবিধাগুলো ফিরিয়ে আনতে কিছু পরিবর্তন করতে চলেছে রেল কর্তৃপক্ষ। যার ফলে আগামী ৭ দিনের জন্য রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম, রাতের কিছু নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। জানা গিয়েছে, প্রায় ৬ ঘন্টার জন্য বন্ধ থাকতে পারে পরিষেবা।

Train rail 2

রেল মন্ত্রালয় জানিয়েছে, ‘এই সময়ের মধ্যে শুধুমাত্র বন্ধ থাকবে পিআরএস (PRS) পরিষেবা। তবে পিআরএস পরিষেবা ছাড়া অন্য যে কোন বিষয়ে কিছু জানার থাকলে, যাত্রী তা নির্বিঘ্নেই জানতে পারবেন। কারণ, বাকি সমস্ত পরিষেবাই কোনও বাধা ছাড়াই সম্পূর্ণরূপে চালু থাকবে। যার ফলে আগামী এক সপ্তাহ রেল যাত্রীরা নির্দিষ্ট সময়ে টিকিট কাটতে পারবেন না’।

আরও জানিয়েছে, ‘আগামী ১৪ এবং ১৫ ই নভেম্বর মধ্যরাত থেকে এই সংস্কার প্রক্রিয়া শুরু করা হবে। আর সেই প্রক্রিয়া ২০ এবং ২১ শে নভেম্বরে শেষ হছে। কাজ চলবে রাত ১১ টা বেজে ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে ভোর ৫ টা বেজে ৩০ মিনিটে। আর এই সময়ের মধ্যে অর্থাৎ এই ৬ ঘন্টা যাত্রীরা PRS পরিষেবা পাবেন না। তবে বাকি সমস্ত পরিষেবাই খোলা থাকছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর