Indian Railways: ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য দারুণ খবর, ভিস্তাডোম ট্রেনের রুট বাড়াচ্ছে রেল! চলবে এই স্টেশন পর্যন্ত

বাংলাহান্ট ডেস্ক : ভ্রমণ প্রিয় বাঙালির চিরকালই প্রিয় ডেস্টিনেশন দার্জিলিং। পুজোর মরশুমে প্রত্যেক বছরই টয় ট্রেনের মাধ্যমে দার্জিলিং যাওয়ার জন্য মানুষ মুখিয়ে থাকেন। এই বছরও তার অন্যথা হয়নি। দুর্গাপূজো তো বটেই, কালীপুজোর পর পর্যন্ত টয় ট্রেনের টিকিট পেতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। তারই মধ্যে লাইন বসে যাওয়ার ঘটনায় সমস্যার মুখোমুখি হচ্ছে টয় ট্রেন। সব নিয়ে এই অনিশ্চিত পরিবেশের মধ্যে রেল কর্তৃপক্ষ আশা করেছিল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিকল্প হিসাবে ভিস্তাডোম ট্রেনের চাহিদা বাড়বে। কিন্তু বাস্তবে সেই চিত্র দেখা যাচ্ছে না।

টয় ট্রেন নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে, সেই সময় ভিস্তাডোম ট্রেন রোজই প্রায় খালি যাতায়াত করছে। তাই ভিস্তাডোম ট্রেনকে নিয়ে বিকল্প পরিকল্পনা করছেন রেল কর্তারা। রেলের তরফে চিন্তা ভাবনা শুরু হয়েছে যে এই ট্রেনের রুট আলিপুরদুয়ারের বদলে কোচবিহার পর্যন্ত বৃদ্ধি করা যায় কিনা। এর পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়ানোর কথাও চিন্তা ভাবনা করছে রেল বোর্ড।

আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপকুমার সিং জানিয়েছেন, দীর্ঘকালীন চিন্তাভাবনা রয়েছে ভিস্তাডোমকে নিয়ে। আশা করা যাচ্ছে পুজোর সময় এর চাহিদা বাড়বে। এছাড়াও কোচের সংখ্যা বাড়ানো ও রুট কোচবিহার পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনাও করা হচ্ছে। শিলিগুড়ি-আলিপুরদুয়ার পর্যটন স্পেশাল ভিস্তাডোম কোচের চলাচল শুরু হয় বছরখানেক আগে। প্রথম ধাপে ২০২১ সালের ২৮ আগস্ট নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মঙ্গলবার, শনিবার ও রবিবার এই ট্রেন যাতায়াত শুরু করে। যাতায়াতের দিন সংখ্যা দ্বিগুণ করা হয় দ্বিতীয় ধাপে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটি দিনই চলাচল করতো ট্রেন।

jpg 20220906 190449 0000

শুরুর দিকে ভিস্তাডোমের চাহিদা বেশ ভালোই ছিল। তারপর ডুয়ার্সের ফরেস্ট কেন্দ্রগুলিতে রাত্রি বাস বন্ধ হয়ে যাওয়ায় ধীরে ধীরে কমতে থাকে ভিস্তাডোমের চাহিদা। তাই রেল বোর্ডের কর্তারা মনে করছেন এই ট্রেনের রুট যদি কোচবিহার পর্যন্ত বাড়ানো যায় তাহলে হয়তো বেশ কিছুটা উন্নতির মুখ দেখবে ভিস্তাডোম। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সমীক্ষা শুরু হয়েছে রেলের তরফে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর