আর্টসে ৪০০’র মধ্যে ৩৯৯! ISC’তে রাজ্যে প্রথম রীতিশা হতে চান সাংবাদিক, জানুন তার সাফল্যের রহস্য

বাংলাহান্ট ডেস্ক : একই দিনে প্রকাশিত হয়েছে ICSE ও ISC-র (Indian School Certificate) ফল। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না Council for the Indian School Certificate Examinations বা CISCE র প্রকাশিত ফলাফল। CISCE র পরীক্ষায় রীতিমতো নজর কাড়া সাফল্য। দুটি পরীক্ষাতেই রাজ্যের ছাত্রীরা এগিয়ে। তবে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়িয়ে যাওয়ার জন্য মেধা তালিকা প্রকাশ করা হয়নি CISCE এর তরফে।

প্রাপ্ত নম্বরে নিরিখে ISC-তে রাজ্যের সম্ভাব্য প্রথম ঠাকুরপুকুরের রীতিশা বাগচী। রীতিশা বাগচী বিবেকানন্দ মিশন স্কুলের কলা বিভাগের ছাত্রী। তার পরীক্ষার ফলাফল যেন দেখলে দাগ লেগে যাবে। আর্টস নিয়ে পড়াশোনা করার পরেও অন্যান্য সকল স্ট্রিমকে পেছনে ফেলেছেন তিনি। বেস্ট অফ ফোরে ৪০০-র মধ্যে ৩৯৯ পেয়েছে রীতিশা।

আরোও পড়ুন : বিনিয়োগ করুন মাত্র ১৫১ টাকা! রিটার্ন মিলবে ৩১ লাখ, LIC’র এই স্কিম না জানলেই বড় লস

তাহলে বাকি ১নম্বর গেলো কোথায়? রীতিশা ইতিহাসে পেয়েছেন ১০০-এ ১০০। সমাজবিজ্ঞানে ১০০-এ ১০০। মনস্তত্ত্বে ১০০-এ ১০০।  ইংরেজিতে ১০০-এ ৯৯। এই এক নম্বর ইংরেজিতে গিয়েছে।রীতিশা মনে করেন, বিষয় যাই হোক না কেন ভালো করে পড়াশোনা করলে ভালো নম্বর পাওয়া যায়। আগামী দিনে ইতিহাস নিয়ে পড়ার পাশাপাশি সাংবাদিকতা করতে চান তিনি।

আরোও পড়ুন : ‘ঐশ্বর্যকে দেখলেই আমার স্বামী অমিতাভের…’, এ কী বললেন জয়া! উঠে এল বচ্চন বাড়ির এক অজানা কথা

জনপ্রিয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রীতিশা জানান, “সব আমার পছন্দর বিষয়। আমি ছোট থেকেই ঠিক করেছিলাম হিউম্যানিটিজ নিয়েই পড়ব। আর কিছুই ভাল লাগত না। তাই ১১ থেকেই বিষয়গুলি বড্ড পছন্দ হতে শুরু করে। তাই ভাল রেজাল্ট করতেই হবে, ঠিক করে রেখেছিলাম।”

Ritisha Bagchi

লেখালেখি করতে ভালোবাসেন, তাই সেই নিয়েও চান এগিয়ে যেতে। প্রসঙ্গত, ২০২৪ সালের ICSE পরীক্ষায় এই রাজ্যের পাশের হার ৯৯.২২ শতাংশ। মেয়েদের পাশের হার, ৯৯.৪১ শতাংশ এবং  ছেলেদের, ৯৯.০৭ শতাংশ। ISC পরীক্ষায় এই রাজ্যে পাশের হার ৯৭.৮০ শতাংশ। তার মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৮.৮৬ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর