পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ২০০ মিটার ভিতরে ঢুকে গেল ভারতীয় সেনা

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) লাগাতার নিজেদের কুকীর্তি সফল করার প্রচেষ্টায় লেগে আছে। যদিও, ভারতীয় জওয়ানরা প্রতিবার তাঁদের প্রচেষ্টায় জল ঢেলে দিচ্ছে। সম্প্রতি ভারতীয় সেনা পাকিস্তানে ২০০ মিটার ভিতরে ঢুকে এক সুড়ঙ্গের খোঁজ পায়, এই সুড়ঙ্গের ব্যবহার নগরোটায় সেনার অভিযানে নিকেশ জঙ্গিরা ভারতে ঢোকার জন্য করেছিল। এক বরিষ্ঠ আধিকারিক মঙ্গলবার এই কোথা জানান।

সীমান্ত সুরক্ষা দলের এক শীর্ষ আধিকারিক জানান, ভারতীয় জওয়ান জঙ্গিদের অনুপ্রবেশের জন্য বানানো সুড়ঙ্গের খোঁজ লাগাতে ২০০ মিটার পর্যন্ত পাকিস্তানের অন্দরে চলে যায়, সেখান থেকেই সুড়ঙ্গের শুরু হয়েছিল। এই সুড়ঙ্গের ব্যবহার গত সপ্তাহে জঙ্গিরা অনুপ্রবেশের জন্য ব্যবহার করেছিল।

জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে ২২ নভেম্বর আন্তর্জাতিক সীমান্তের পাশে জঙ্গি অনুপ্রবেশের সূচনা পাওয়া গিয়েছিল। এরপর জওয়ানরা যাতায়াতের সমস্ত বাহনের তদন্ত শুরু হয়। এর সাথে সাথে টোল প্লাজার কাছে নাকাবন্দি করে দেওয়া হয়। এরপর তল্লাশিতে ভারতীয় সেনা জঙ্গিদের দ্বারা অনুপ্রবেশের জন্য ব্যবহৃত ১৫০ মিটার দীর্ঘ এক সুড়ঙ্গের খোঁজ পায়।

BSF এর মহানির্দেশক রাকেশ অস্থানা মঙ্গলবার স্থাপনা দিবসের অবসরে একটি স্পেশ্যাল অভিযানের কথা বলেন। উনি বলেন, ২২ নভেম্বর সেনার অভিযানে মৃত জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের বিশ্লেষণের ভিত্তিতে সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। জঙ্গিরা এই সুড়ঙ্গের মাধ্যমে সাম্বা সেক্টরে অনুপ্রবেশের পরিকল্পনা বানিয়েছিল। রাকেশ অস্থনা এই কথা BSF এর স্থাপনা দিবসে বলেন।

জানিয়ে দিই, সুড়ঙ্গের খোঁজ বিএসএফ আর জম্মু কাশ্মীরের পুলিশের সংযুক্ত অভিযানে পায়া গিয়েছিল। বিএসএফ জম্মুর ফ্রন্টিয়ার ইনস্পেকটর জেনারেল এনএস জামবাল বলেন, নগরোটায় সেনার অভিযানে মৃত জঙ্গিরা ভারতে প্রবেশ করার জন্য এই ১৫০ মিটার দীর্ঘ সুড়ঙ্গের ব্যবহার করে। এর সাথে সাথে তিনি এও বলেন যে, হয়ত তাঁদের কাছে একজন গাইডও ছিল, যে এই জঙ্গিদের ন্যশানাল হাইওয়ে পর্যন্ত নিয়ে যায়। তিনি বলেন, ওই সুড়ঙ্গটি সম্প্রতি খোঁড়া হয়েছিল, আর দেখে এটাই মনে হয়েছিল যে এই সুড়ঙ্গটি প্রথমবার ব্যবহার করা হয়। তিনি বলেন, ওঁরা সুড়ঙ্গ বানানোর জন্য ইঞ্জিনিয়ারের সাহাজ্য নিয়েছিল মনে হয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জঙ্গিদের দ্বারা ব্যবহৃত ওই সুড়ঙ্গ দিয়ে প্রায় ১৫০ মিটার পর্যন্ত ভারতীয় জওয়ান বুকে ভর দিয়ে যায়, সুড়ঙ্গের ভিতরে বিস্কুটের প্যাকেট সমেত অন্যান্য খাদ্য সামগ্রীর প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটে লাহোরের কোম্পানির নাম লেখা ছিল। প্যাকেটে প্যাকেজিং এর তারিখ ২০২০ মে আর এক্সপায়রি ডেট ১৭ ই নভেম্বর ২০২০ লেখা ছিল। জানিয়ে দিই, ১৯ নভেম্বর সেনা জম্মু কাশ্মীরের নাগরোটায় একটি বিশেষ অভিযানে চার জঙ্গিকে নিকেশ করেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর