নতুন বছরে ISRO-র প্রথম উৎক্ষেপণ, ভারত পাচ্ছে তৃতীয় চোখ

বাংলাহান্ট ডেস্ক : চলতি মাসেই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। ২০২১ সালের জুলাই মাসে PSLV C52 রকেটের মাধ্যমে EOS-4/RISAT-1A উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু করোনার কারণে বাধ্য হতে হয় তা পিছিয়ে দিতে। এবার চলতি মাসেই ১৪ থেকে ১৭ তারিখের মধ্যেই স্যাটেলাইটটি উৎক্ষেপিত হবে বলেই জানানো হল ইসরোর তরফে।

RISAT-1A সিরিজের স্যাটেলাইট গুলি মূলত রাডার ইমেজিং এবং নজরদারির কাজে ব্যবহৃত হয়। পৃথিবীর থেকে ৫০০ কিলোমিটার দূরে ঘুরতে থাকা এই স্যাটেলাইট আবহাওয়া, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি ব্যাপারের দিকে নজর রাখে। আগামী পাঁচ বছর ধরে দূরে ঘুরতে ঘুরতে পৃথিবীর দিকে নজর রাখবে ১৮৫৮ কেজির এই যন্ত্র। এই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর কৃষি কাজ, রাস্তাঘাট, জলের উৎস, বন, রেলপথ সবকিছুর দিকেই নজর রাখা সম্ভব হবে। এমনটি শক্তিশালী নজরে আমাদের দেশের জল এবং স্থলসীমাও রক্ষা করবে এটি।

ইসরোর এই স্যাটেলাইটটিকে ভারতের তৃতীয় চোখ বলেও আখ্যা দেওয়া হয়েছে। RISAT সিরিজের প্রথম স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল ২০০৯ সালে। তবে এর আগেও ১৯৭৯ সাল থেকে এই ধরণের ৩৭টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ভারত। যার মধ্যে দুটির উৎক্ষেপণ ব্যর্থ হলেও বাকি সবগুলিই সফল হয়েছিল নিজেদের কাজে।

isro eos

জানা যাচ্ছে লোয়ার আর্থ কক্ষপথেই এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটটিকে(EOS 4) উৎক্ষেপনের কথা ভাবছে ইসরো। আপাতত চলছি বছরের প্রথম তিন মাসের মধ্যেই ৫টি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে এই মহাকাশ গবেষণা সংস্থার। এই ৫টির মধ্যেই প্রথমটি হতে চলেছে EOS-4। এরপর মার্চ মাসে PSLV-C53, OCEANSAT-3 এবং INS28, তারপর এপ্রিল মাসে SSLV-D1 উৎক্ষেপন করতে চলেছে ইসরো। যদিও এখনও চূড়ান্ত ভাবে ঘোষণা করা হয়নি এই উৎক্ষেপণের দিনক্ষণ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর