ভারতীয় দলকে ইংল্যান্ড থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিয়ে যেতে BCCI-এর খরচ হলো ৩.৫০ কোটি টাকা!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ড সফর শেষে এবার ভারতীয় দলকে ওয়েস্টইন্ডিজ উড়ে যেতে হবে। ইংল্যান্ড সফরে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারতীয় দল। একমাত্র টেস্ট ম্যাচটিতে হারের মুখ দেখতে হলেও বাটলারের নেতৃত্বাধীন ওডিআই এবং টি-টোয়েন্টি দলকে ২-১ ফলে হারিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

করোনার প্রকোপ বিশ্বজুড়ে কমে এলেও ভারতীয় দলের সুস্থতা নিয়ে সতর্ক বিসিসিআই। এই মুহূর্তে সাধারণ প্লেনে এত জন সদস্যের টিকিট করানো মুশকিল। ১৬ জন ক্রিকেটার ছাড়াও সাপোর্ট স্টাফ, প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং কিছু কিছু ক্রিকেটারের স্ত্রীরাও ওয়েস্টইন্ডিজ উড়ে যাবেন। এই মুহূর্তে করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে একটি সাধারণ বিমানে এত জন যাত্রীর টিকিটের ব্যবস্থা করা অসুবিধা হয়ে পড়ছিল।

ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে তাই মঙ্গলবার বিকেলে বিশেষ বিমানের বন্দোবস্ত করেছিল বিসিসিআই। মঙ্গলবার বিকেলে ম্যানচেস্টার থেকে ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী পোর্ট অফ স্পেনে উড়ে গেছে ভারতীয় দল। ভারতীয় দলের জন্য এই বিশেষ বিমানের বন্দোবস্ত করতে সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে বিসিসিআই, যা শুনে চোখ কপালে উঠেছে অনেক ক্রিকেটপ্রেমীর।

যদিও বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছে, “সাধারনত একটি সাধারণ বিমানের বিজনেস ক্লাসে পুরো দলের ব্যবস্থা করতে সর্বোচ্চ খরচ লাগতে পারতো দু’কোটি টাকা। ম্যানচেস্টার থেকে পোর্ট অব স্পেনে বিজনেস ক্লাসে এক একটি টিকিটের দাম দু’লক্ষ টাকা। অবশ্যই চার্টার্ড ফ্লাইটে খরচ বেশি কিন্তু সুরক্ষার কথা ভেবে এটা করতেই হচ্ছে। এই মুহূর্তে বিশ্বের নামি দামি ফুটবল ক্লাবের দলগুলি এভাবেই যাত্রা করে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর