বাইকের পিছনের আরোহীরও কি চালান প্রয়োজন? কী বলছে ট্রাফিক আইন? জেনে নিন

বাংলাহান্ট ডেস্ক: যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়ে ট্র্যাফিক আইন (Traffic Rules) না মেনে চললে পড়তে হতে পারে বিপদে। যেমন ধরুন বাইক নিয়ে বেরোলে হেলমেট এবং উপযুক্ত পোশাক পরা জরুরি। ঠিক তেমনই যে কোনও যানবাহনের ক্ষেত্রেই প্রয়োজনীয় নথি পত্র হাতের কাছে রাখতে হবে। এই নিয়ম না মানলে ট্র্যাফিক পুলিশ আপনার বিরুদ্ধে চালান কাটতে পারে। বাইকের চালকের তো হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু পিছনের আরোহীর ক্ষেত্রেও কি বাধ্যতামূলক হেলমেট পরা? কী বলছে আইন? 

ইদানিং ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পথ দুর্ঘটনার হার। সেই কারণে দুর্ঘটনা রুখতে নেওয়া হয়েছে পদক্ষেপ। আরও কঠোর হয়েছে ট্রাফিক আইন। মোটর ভেহিকেলস আইনের সংশোধন করা হয়েছিল ২০১৯ সালেই। তখনই আরও কড়া হয়ে যায় ট্রাফিক আইন। সেই আইন লঙ্ঘন করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। বাইক চালানোর নিয়ম আরও কঠোর করা হয়েছে। কারণ অধিকাংশ দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহীরাই।

আপনি যদি হেলমেট ছাড়া বাইক চালান তাহলে পুলিশ আপনাকে ১ হাজার টাকা জরিমানা করতে পারে। তাই হেলমেট পরে বাইক চালানো উচিত। তবে শুধু চালান থেকেই নয়, হেলমেট আপনাকে দুর্ঘটনা থেকেও বাঁচাবে। দুর্ঘটনার সময় বাইক চালক মাথায় আঘাত পেলে সেটি তাঁর জন্য প্রাণঘাতী হতে পারে। হেলমেট পরা থাকলে এই বিপদ এড়ানো যায়। সেই জন্য বাইক চালানোর সময় হেলমেট পরা জরুরি।

Traffic Police Challan

অনেকেই বুঝতে পারেন না যে বাইকের পিছনে বসে থাকা আরোহীরও হেলমেট পরা জরুরি কি না। সে ক্ষেত্রে জানিয়ে রাখি, বাইকের পিছনে বসা আরোহীর ক্ষেত্রেও হেলমেট পরা অত্যন্ত জরুরি। বাইকের আরোহী হেলমেট না পরলেও তাঁদের জরিমানা করতে পারে পুলিশ। ডিজিটাল ভারত হয়ে যাওয়ার সুবাদে এখন অনেক লেনদেনই অনলাইনে হয়ে থাকে।

ব্যতিক্রম হয়নি ট্রাফিকের জরিমানার ক্ষেত্রেও। এখন ট্রাফিক পুলিশ অনলাইনেও চালান করতে পারে। দেশের অনেক বড় শহরেই ট্রাফিক পুলিশ সিসিটিভি দেখে জরিমানা করে থাকে। এই শহরগুলির রাস্তা জুড়ে সিসিটিভি বসানো রয়েছে যা গাড়ির গতি এবং সেটি ট্রাফিক আইন মেনে চলছে কি না তার উপর নজর রাখে। কেউ ট্রাফিক আইন না মানলে এই ফুটেজের ভিত্তিতে তাঁকে অনলাইনে জরিমানা করে ট্রাফিক পুলিশ।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর