কুস্তিগির বজরং পুনিয়া ও রবি দাহিতা দুজনেই টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন।

দারুন খবর ভারতীয় কুস্তির জন্য। ভারতের দুই কুস্তিগির বজরং পুনিয়া এবং রবি দাহিয়া সরাসরি যোগ্যতা অর্জন করে ফেললেন টোকিও অলিম্পিক্সের মূল পর্বে। কাজস্থানে এই মুহূর্তে চলছে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর এই চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে উঠার সাথে সাথে ভারতের এই দুই কুস্তিগির যোগ্যতা অর্জন করে ফেললেন টোকিও অলম্পিকে। তবে সেমি ফাইনালে উঠলেও ফাইনালে কেউও যেতে পারেন নি। দুজনকেই সেমি ফাইনালে হেরে বিদায় নিতে হল বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে।

57 কেজি বিভাগে সবাইকে চমকে দিয়ে বিশ্বের তিন নম্বর তারকা ইউরোপিয়ান চ্যাম্পিয়নকে হারিয়ে সেমি ফাইনালে উঠেন ভারতীয় কুস্তিগির রবি। তবে সেমি ফাইনালে রাশিয়ার জাউর উগুয়েভের কাছে 4-6 ব্যাবধানে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হল তার।

IMG 20190919 200535

অপরদিকে সহজে হার মানেন নি বজরং পুনিয়া। প্রতিপক্ষকে তীব্র টক্কর দিয়েও শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়। কাজখাস্তনের দৌতল নিয়াজবেকভের বিরুদ্ধে একটা সময় 9-2 এ পিছিয়ে পড়েন তিনি পরে অবশ্য 9-9 স্কোর করেও শেষ রক্ষা আর করতে পারেন নি। এবার দুজনেই ব্রোঞ্চ পদকের জন্য লড়াই করবেন নিজেদের বিভাগে। অপরদিকে ভারতের মহিলা কুস্তিগির বিনেশ ফোগতও টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর