হকি বিশ্বকাপে স্বপ্নভঙ্গ! নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে গেলো ভারতীয় হকি দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় হকিপ্রেমীদের স্বপ্নভঙ্গ। রবিবার পুরুষদের হকি বিশ্বকাপের দ্বিতীয় ক্রসওভার ম্যাচে ভারতকে হারিয়ে নক-আউটে পৌঁছেছে নিউজিল্যান্ড। ঘরের মাটিতে আবারও স্বপ্নভঙ্গ হলো ভারতীয় হকি দলের। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে রোমাঞ্চকর ম্যাচটিতে ভারত এগিয়ে গিয়েও ম্যাচ জিততে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ের শেষে খেলার ফল ছিল ৩-৩। পেনাল্টি শুটআউটে ৪-৫ ফলে নিউজিল্যান্ডের পক্ষে শেষ হয়।

নিউজিল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং তারা গতবারের বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখি হবে। ভারতের ৪৭ বছর ধরে যে বিশ্বকাপ ট্রফির খরা চলছে তা বজায় রইলো। হারের পর প্রবল সমালোচনা সহ্য করতে হচ্ছে তাদের।

ভারত শেষবার হকি বিশ্বকাপ ট্রফি জিতেছিল ১৯৭৫ সালে মালয়েশিয়ার কুয়ালা লামপুরে আয়োজিত হকি বিশ্বকাপে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সেবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। এরপর চার বার দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন করলেও প্রতিবার হতাশাই সঙ্গী থেকেছে তাদের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর