নেটওয়ার্ক না থাকলে ফোন সংযুক্ত হবে স্যাটেলাইটের সঙ্গে! সবথেকে সেরা ফিচার নিয়ে লঞ্চ হল iPhone 14

বাংলাহান্ট ডেস্ক : সব অপেক্ষার অবসান। অবশেষে মন মাতানো নতুন কিছু বৈশিষ্ট্যসহ লঞ্চ করলো iPhone 14। যুক্তরাষ্ট্রের কুপার্টিনোতে কোম্পানির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো iPhone 14 সিরিজের চারটি মডেল। এই চারটি মডেলের নাম দেওয়া হয়েছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max। প্রত্যেকটি মডেলেই এবার যুক্ত হয়েছে কিছু দুনিয়া ঘুরিয়ে দেওয়া বৈশিষ্ট্য।

iPhone 14 এর প্রত্যেকটি মডেলেই রয়েছে একটি ইউনিক ফিচার। সেটি হলো স্যাটেলাইট কানেক্টিভিটি। অর্থাৎ মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকলেও iphone14 সরাসরি স্যাটেলাইটের সাথে যোগাযোগ স্থাপন করে বার্তা প্রেরণ করতে পারবে। এছাড়াও কোনও কারণে এর ব্যবহারকারী যদি গাড়ি দুর্ঘটনার শিকার হন তাহলে এমার্জেন্সি হিসাবে বার্তা প্রেরণ করবে এই ফোন।

iPhone 14-এ ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির ডিসপ্লে। iPhone 14 Plus-এ 6.7 ইঞ্চি, iPhone 14 Pro তে 6.1 ইঞ্চি ও iPhone 14 Pro Max এ 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকবে। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে iphone 14 ও iPhone 14 Plus দুটি ফোনেই থাকবে ডুয়েল ক্যামেরা সিস্টেম। প্রাইমারি ও সেলফি এই দুই ক্যামেরাতেই 12 এমপি সেন্সর শিফট OIS থাকবে। iPhone 14 Pro ও iPhone 14 Pro Max ফোনে থাকবে 48 এমপি ক্যামেরা। এছাড়াও অ্যাপেল জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সিম ট্রের বদলে এই ফোনগুলিতে ব্যবহার করা হবে e SIM।

jpg 20220908 120532 0000 1

আমেরিকায় iphone 14 এর দাম শুরু হচ্ছে 799 ডলার থেকে। অন্যদিকে iPhone 14 Plus,iPhone 14 Pro ও Pro Max -এর দাম শুরু হচ্ছে যথাক্রমে 899 ডলার, 999 ডলার ও 1099 ডলার থেকে। তবে ভারতবর্ষে এই ফোন গুলির দাম কত হবে সে বিষয়ে কোন তথ্য দেয়নি অ্যাপেল। জানা গেছে আগামী 16 সেপ্টেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের জন্য iphone 14 এর বিক্রি শুরু হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর