অবশেষে অপেক্ষার অবসান! এবার সামনে এল বহু প্রতীক্ষিত iPhone 15 লঞ্চের তারিখ

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্ৰেমীদের কাছে iPhone সবসময়ই একটি বাড়তি আগ্রহের সৃষ্টি করে। এমতাবস্থায়, Apple-এর আসন্ন iPhone 15 সিরিজ লঞ্চ হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলেই। তবে, এই লঞ্চের দিনক্ষণ সম্পর্কে বিভিন্ন জল্পনা শুরু হলেও এবার বড়সড় তথ্য সামনে এসেছে। শুধু তাই নয়, অবসান হয়েছে অপেক্ষারও! কারণ, এবার iPhone 15 সিরিজ লঞ্চ হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য দিনক্ষণের বিষয়টি সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, iPhone 15 লঞ্চ করার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর একটি বিশেষ ইভেন্ট করতে চলেছে Apple। উল্লেখ্য যে, Apple সবসময়ই সেপ্টেম্বরে লঞ্চ ইভেন্ট করে আসছে। কিন্তু সম্প্রতি কোনো কারণে লঞ্চের বিষয়টি দেরি হতে পারে বলে খবর মিলেছিল। কিন্তু নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এই লঞ্চ ইভেন্টটি আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

iPhone 15 লঞ্চ: 9to5Mac দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, বিশ্বের অন্যতম একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ঘোষণা করেছে যে আমেরিকাতে তাদের কিছু কর্মচারীকে ১৩ সেপ্টেম্বর ছুটি দেওয়া হবে না। তবে, ওই প্রতিবেদনে নির্দিষ্টভাবে সেটি কোন স্মার্টফোন ব্র্যান্ড তা উল্লেখ করা হয়নি। যদিও, iPhone লঞ্চের টাইমলাইনের ভিত্তিতে ওই সংস্থা Apple হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে, Apple সাধারণত মঙ্গলবার তার ইভেন্টগুলি সম্পন্ন করে। তবে, ১৩ সেপ্টেম্বর হল বুধবার। তবে, এর আগের ইভেন্টটিও বুধবার অনুষ্ঠিত হয়। যদিও, এই বিষয়ে Apple-এর তরফে এখনও কিছু জানানো হয়নি।

রিপোর্টে দাবি করা হয় দেরি হতে পারে লঞ্চ: সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, নতুন iPhone লঞ্চের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। এমনকি সেক্ষেত্রে লঞ্চ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে হতে পারে বলেও জানানো হয়েছিল। তবে, এগুলি এখনও পর্যন্ত শুধুমাত্র রিপোর্ট। এমতাবস্থায়, Apple বিষয়টিকে নিশ্চিত করেনি। তাই, iPhone লঞ্চের বিষয়ে জানার ক্ষেত্রে আমাদের Apple-এর অফিসিয়াল ইভেন্টের জন্য অপেক্ষা করতে হবে।

iPhone 15 launch date revealed

জানিয়ে রাখি যে, প্রতিবারের মতো Apple-এর iPhone 15 সিরিজে চারটি মডেল (iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, এবং iPhone 15 Pro Max) থাকবে। পাশাপাশি, নতুন iPhone-গুলিতে ইউএসবি-সি পোর্ট থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর