GPS-এর ভুলে হায়দরাবাদের বদলে পৌঁছলেন ভারত-পাক সীমান্তে! গোয়েন্দাদের জালে ইরানের দম্পতি

বাংলাহান্ট ডেস্ক: জিপিএস-এর (GPS) ভরসায় দুনিয়ার যে কোনও জায়গায় চলে যাওয়া যায়। তবে অনেক সময় সঠিক জায়গায় না নিয়ে গিয়ে এটি মানুষকে চরম বিপদেও ফেলতে পারে। ঠিক যেমনটা ঘটল এক ইরানের দম্পতির সঙ্গে। জিপিএস-এর সাহায্যে হায়দরাবাদের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু ভাগ্য ও প্রযুক্তির ফেরে তাঁরা পৌঁছে গেলেন ভার-পাক সীমান্তে। শুধু তাই নয়, বিএসএফ-এর (BSF) হাতে গ্রেফতারও হতে হল তাঁদের।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বাড়মেরে ভারত-পাক সীমান্তের কাছে। ট্যাক্সি করে এক ইরানি দম্পতি সেখানে পৌঁছে গেলে ট্যাক্সি চালক-সহ তাঁদের গ্রেফতার করে বিএসএফ। তারপর তিন জনকেই জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ওই তিন জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখন সেখানে পুলিশের সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থাও।

iran couple car

জানা গিয়েছে, ইরানের নাগরিক ৪৮ বছর বয়সি জাহাঙ্গীর রাজাই এবং সারা রাজদান জু দিল্লির ট্যাক্সি চালক আলি আকবরের সঙ্গে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁরা পুলিশকে জানিয়েছেন যে জিপিএস-এর সাহায্যে হায়দরাবাদ যাচ্ছিলেন তাঁরা। কিন্তু জিপিএস তাঁদের হায়দরাবাদের বদলে নিয়ে যায় ভারত-পাক সীমান্তের কাছে মুনাবাও গ্রামে। খবর পেয়ে তাঁদের আটক করে বিএসএফ ও তদন্তকারী সংস্থা। 

এরপর তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তাঁদের গডরারোড পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিন জনকেই বাড়মের জেলা সদর দফতরের সিআইডি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তদন্তকারী সংস্থাগুলি যৌথভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে। তাঁদের ভারত-পাক সীমান্তে যাওয়ার কারণ কী ছিল, তা নিয়ে চলবে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, ওই ইরানের দম্পতি চার মাস আগে ভারতে এসেছিলেন।

iran couple

তখন থেকেই দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এমনকী তাঁদের ভিসাও শেষ হয়ে গিয়েছে। ইরানের এই নাগরিকরা ভিসা শেষ হওয়ার পরেও কেন তাঁরা দেশে ফিরলেন না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁরা কেন ভারত-পাক সীমান্তে গেলেন, তা এখনও পরিষ্কার নয় তদন্তকারী আধিকারিকদের কাছে। 

পুলিশ সূত্রে খবর, দু’জন ইরানের নাগরিক এবং একজন ভারতীয় ট্যাক্সি চালক দিল্লির রেজিস্ট্রেশনের একটি গাড়ি নিয়ে বেরোন। তাঁদের তিন জনকেই ভারত-পাক সীমান্তে পাকড়াও করা হয়। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই তিন জন সীমান্ত টপকে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করছিলেন কি না। আগামী মঙ্গলবার তাঁদের জেআইসি করানো হবে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর