মহারাষ্ট্রের হাসপাতালের ICU ওয়ার্ডে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ১০ রোগী, সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের আহমেদনগরের সিভিল হাসপাতালের ICU ওয়ার্ডে শনিবার সকালে বিধ্বংসী আগুন লেগে যায়। ওই আগুনে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও ১৩ থেকে ১৪ জনের আহত হওয়ার খবর মিলছে। আহতদের চিকিৎসা শুরু হয়েছে। ২০ জনের বেশী রোগীকে পাশের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

হাসপাতালের কর্মী আর স্থানীয় মানুষের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিল, এরপরই দমকল সেখানে এসে আগুন নেভানোর কাজে লেগে পড়ে।

শনিবার সকাল ১১:৩০ নাগাদ এই আগুন লেগেছিল বলে জানা যায়। সেই সময় ICU ওয়ার্ডে ২০ জন রোগী ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন আবার ভেন্টিলেটরে ছিলেন। হাসপাতালের ওয়ার্ড বয়, নার্স আর ডাক্তারদের একান্ত প্রচেষ্টায় সমস্ত রোগীদের সেফ ওয়ার্ডে শিফট করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেই ওয়ার্ডে আগুন লেগেছিল, সেটি হাসপাতালের একদম মধ্যেখানে রয়েছে।

আগুন লাগার পর হাসপাতালের আগুন নেভানোর যন্ত্র দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। কিন্তু সেই প্রয়াস বিফলে যায়। এরপর আহমেদ নগর পুরসভা এবং দমকল বিভাগের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মী এবং হাসপাতালের স্টাফ রোগীদের উদ্ধারের কাজে লেগেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর