কাশ্মীর নিয়ে মন্তব্যে ‘সব কথায় প্রমাণ চাইবেন না’,নেটিজেনদের বার্তা ইরফানের

বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর নিয়ে কোনও একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে তা নিয়ে পূর্বেই আন্দাজ করা হয়েছিল ৷তাই আগেই দেশি-বিদেশি পর্যটকদের কাশ্মীর ছাড়তে বলা হয় ৷ অমরনাথ যাত্রাও বন্ধ করে দেওয়া হয়।জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের ক্রিকেটারদের অন্যত্র চলে যেতে বলা হয় ৷ যে ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইরফান পাঠানও ৷ শ্রীনগর থেকে চলে যাওয়ার নির্দেশ পেতেই পাঠান হ্যাশট্যাগ #Kashmir #KashmirUnderThreat হ্যাশ ট্যাগ দিয়ে ট্যুইট করেন , ‘‘ আমার মন পড়ে রয়েছে কাশ্মীরেই ৷ ভারতীয় সেনা ও কাশ্মীরি ভাই-বোনদের সঙ্গেই আমার হৃদয় জুড়ে রয়েছে ৷ ’’

Both, my mind & heart are still back in Kashmir with Indian army & Indian Kashmiri brothers and sisters… #Kashmir #KashmirUnderThreat

কিন্তু ইরফান আবার এই ট্যুইট করে মহাসমস্যার সম্মুখীন হয়েছেন। নেটিজেনদের মধ্যে অনেকেই ট্যুইট করেন, বড় বড় কথা বলে তার কোনো লাভ নেই ৷আবার এরও যোগ্য জবাব পাল্টা ট্যুইট করে দেন পাঠান ৷ তিনি লেখেন, ‘‘অমরনাথ যাত্রীদের চলে যেতে বলা হয়েছে এবং যাত্রা বন্ধ করতে বলা হয়েছে। এর অর্থই হল, কাশ্মীরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণেই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। নিজের নোংরা মানসিকতা বদলান। সব কথায় ধর্মকে টেনে আনবেন না। সব কথায় প্রমাণ চাইবেন না।’’

The fact that #AmarnathYatris have been asked to go back and stopped the #Yatra means it is under threat. That’s why security measures are taken. Apni gandi soch Badlo. Har baat mein religion mat daalo. Har baat mein saboot mat maango.
— Irfan Pathan (@IrfanPathan) August 4, 2019

সম্পর্কিত খবর