জন্মদিনে সৌরভকে আক্রমণ ইরফানের! একটি ভুল থেকেই হলেন ব্যাঙ্গের শিকার…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আজ নিজের ৫১তম জন্মদিন উদযাপন করছেন। সারা ক্রিকেট বিশ্বে ‘দাদা’ হিসাবে পরিচিত প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি খেলাধুলার জগতের অন্যতম প্রশংসিত এবং সম্মানীয় ব্যক্তিত্ব। তিনি ভারতীয় ক্রিকেটকে গড়াপেটা কেলেঙ্কারির কালো মেঘ কাটিয়ে নতুন আকাশের সন্ধান দিয়েছিলেন। তার জন্যই পরবর্তীতে যুবরাজ সিং, হরভজন সিং, এমএস ধোনি, জাহির খানের মতো কিংবদন্তিদের পেয়েছে।

সৌরভ গতকাল তার জন্মদিনের প্রাক্কালে তার আন্তর্জাতিক কেরিয়ারের উল্লেখযোগ্য মুহূর্তের ছবিগুলির একটি মন্তাজ শেয়ার করেছেন। তিনি ওই মন্তাজটি টুইট করে লিখেছিলেন, “সমর্থন এবং ভালবাসা আমাদের এগিয়ে নিয়ে যায়। আরও কয়েক ঘন্টা বাকি…”

কিন্তু তার পোস্ট করা ওই ভিডিওটিতে একটি ভুল ছিল যেটি সঙ্গে সঙ্গে খেয়াল করেছেন তারই এক প্রাক্তন সতীর্থ। এই সতীর্থের নাম হলো ইরফান পাঠান যিনি একসময় সৌরভের সাথে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছেন। ওই ভুলটি চোখে ভরা সঙ্গে সঙ্গে এরফান পাঠান একটি টুইট করেছেন।

ms dhoni fun sourav ganguly
অধিনায়ক সৌরভকে নিয়ে মজা ধোনি ও ইরফানের

আসলে ওই ভিডিওটায় সৌরভের কেরিয়ারের নানান সময় তুলে ধরা হয়েছিল। তার মধ্যে ওডিআই এর জার্সি গায়ে একটি ব্যাটিং করার চিত্র ছিল যেটি অবিকল সৌরভের মতো দেখতে হলেও সেটি আসলে সৌরভের ছবি ছিল না। সেই ছবিটি ছিল ইরফান পাঠানের এবং নিজেকে ওই ভিডিওতে দেখামাত্র তিনি ভুলটি সহজেই ধরে ফেলেন।

এরপর নিজের টুইট বার্তায় তিনি লিখেছেন, “দাদি, এত বছর ধরে আমি কখনো ভাবতেই পারিনি যে ব্যাটিং করার সময় তোমাকে আর আমাকে একই রকম দেখায়। তাই জন্যই হয়তো তুমি একটু ভুল করে ফেলেছো। কিন্তু কোনও সমস্যার ব্যাপার নয়। আমি বিষয়টাকে আমার প্রশংসা হিসেবেই নিচ্ছি।” প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি পেসার ২০০৩ সালে সৌরভের অধিনায়ক হতে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর