বাংলাহান্ট ডেস্ক : টিআরপি ধরতে একের পর এক টুইস্ট নিয়ে আসছে বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। দর্শকরা জমাটি গল্প পেলেই আকৃষ্ট হয়। তাই নির্মাতারা নানান টুইস্ট এনে দর্শক টানার চেষ্টা করেন। নতুন নতুন মোড়ে বাড়ে টিআরপি। তাই মাঝেমধ্যেই চোখ ধাঁধানো চমক নিয়ে হাজির হয় ধারাবাহিক (Serial) গুলি।
টিআরপি তুলতে সিরিয়ালের (Serial) চমক
এই মুহূর্তে টিআরপির দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে স্টার জলসার সিরিয়ালগুলি (Serial)। তবে নম্বর বাড়াতে তাক লাগানো প্রোমো আনছে বিভিন্ন ধারাবাহিক। আর এবার এমন এক গুঞ্জন ছড়িয়েছে যার জেরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে দর্শক মহলে। স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকের (Serial) হাত ধরে নাকি অভিনয়ে পা রেখেছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় কন্যা ইয়ালিনী।
অভিনয়ে ডেবিউ ইয়ালিনীর: গুঞ্জনের কেন্দ্রে স্টার জলসার বহুল চর্চিত ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। বিগত কিছুদিন ধরে এই সিরিয়ালটি (Serial) নিয়ে বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে গল্পের সাম্প্রতিক মোড়। গল্পে দেখানো হয়েছে নায়ক আদৃত একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। তার পরিবারে। শোকের ছায়া। এদিকে পরে জানা যায়, বেঁচে আছে আদৃত। ডাক্তার মোহনা সেন তাকে বাঁচিয়ে তোলেন। এর মধ্যেই কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্প (Serial)। পুত্রসন্তানের জন্ম দিয়েছে শুভলক্ষ্মী।
আরো পড়ুন : অন্যের “পাপের ফল” ভুগতে হল LIC-কে, এক ধাক্কায় গায়েব ৯৬৫ কোটি, প্রভাবিত হবেন গ্রাহকেরা?
সত্যিটা আসলে কী: সেই খুদেশিল্পীকে নিয়েই যত গুঞ্জন। অনেকে নাকি তার সঙ্গে ইয়ালিনীর মুখের মিল খুঁজে পেয়েছেন। সত্যিই কি তাই? মাত্র এক বছর বয়সেই অভিনয়ে পা রেখেছে রাজ কন্যা? উল্লেখ্য, গৃহপ্রবেশ রাজেরই প্রোডাকশনের সিরিয়াল (Serial)। তাই গুঞ্জন আরো চড়া। যদিও সত্যিটা জানালেন শুভলক্ষ্মী ওরফে ঊষসী রায়। তিনি জানান, সিরিয়ালের শিশুশিল্পীর নাম শিবা। সে কিন্তু ছেলে, বয়স মোটে ১ বছর ৬ মাস। তার সঙ্গে মানুষ ইয়ালিনীর মুখের মিল কীভাবে পাচ্ছে তা তিনি জানেন না বলেই মন্তব্য করেন।
আরো পড়ুন : জি বাংলার ঘরের মেয়ে, লম্বা বিরতির পর চ্যানেল বদলে জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা!
অন্যদিকে বিষয়টা প্রথমে অজানা থাকলেও পরে সংবাদ মাধ্যম সূত্রে খবরটা কাছে যেতেই রাজ স্পষ্ট জানিয়ে দেন, সম্পূর্ণটাই মিথ্যে খবর। এমন কিছুই হচ্ছে না।