কসাইদের কাছে গরু বেচে! বিতর্কিত মন্তব্য করায় মানেকা গান্ধীকে ১০০ কোটির মানহানির নোটিস ইসকনের

বাংলা হান্ট ডেস্ক: বিজেপি সাংসদ মানেকা গান্ধীকে ১০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠাল ইসকন (ISKCON)। জানা গিয়েছে, ইসকন কলকাতা (Kolkata) তাঁকে এই নোটিস পাঠিয়েছে।

শুক্রবার, কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট এবং মুখপাত্র রাধারমন দাস ‘এক্স’-এ একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘আজ আমরা ইসকনের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করার জন্য মানেকা গান্ধীকে ১০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছি। ইসকনের ভক্ত, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের বিশ্বব্যাপী সম্প্রদায় এই মানহানিকর, কলঙ্কজনক এবং বিদ্বেষপূর্ণ অভিযোগের জন্য গভীরভাবে দুঃখিত। ইসকনের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে আমরা ন্যায়বিচারের চেষ্টায় কোনও কসরত রাখব না।’

উল্লেখ্য, সম্প্রতি ইসকনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি (BJP) সাংসদ মানেকা গান্ধী (Maneka Gandhi)। ইসকনকে দেশের সবচেয়ে বড় প্রতারক সংস্থা বলে অভিযোগ করেন তিনি।

একটি ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ইসকন দেশের মধ্যে সবচেয়ে বড় প্রতারক (Cheaters)। ওরা গৌশালা চালায় এবং সরকারের থেকে সুবিধা নেয়।’ অন্ধপ্রদেশে ইসকনের অনন্তপুর গৌশালা পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে মানেকা বলেন, সেখানে তিনি যতগুলি গরু দেখেছেন সবকটি দুগ্ধবতী। এমন একটিও গরু ছিল না, যারা দুধ দেয় না। কোনও বাছুর ছিল না।

তিনি বলেন, ‘তার মানে বাকিদের বিক্রি করে দেওয়া হয়েছে। ইসকন কসাইদের কাছে গরুগুলিকে (Cow) বিক্রি করে দেয়, ওরা যতটা করে এমন আর কোনও সংস্থা করে না। এরপর ওরা রাস্তায় গিয়ে হরে রাম হরে কৃষ্ণ গায়। বলে বেড়ায়, ওদের সমস্ত জীবন দুধের উপরে নির্ভরশীল। সম্ভবত এত বেশি বাছুর অন্য কোনও সংস্থা বিক্রি করে না।’

iskcon

যদিও এই অভিযোগ আগেই অস্বীকার করেছে ইসকন। এর আগে সংস্থার মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেন, ‘এই অভিযোগ সর্বৈই মিথ্যে এবং ভিত্তিহীন। গরু ও ষাঁড়দেল সারাজীবন ধরেই সেবা করা হয় এখানে। কখনওই তাদের কসাইদের কাছে বেচে দেওয়া হয় না। মানেকার মতো ইসকনের একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে এই ধরনের মন্তব্য শুনে বিস্মিত।’ এবার আইনি পথে হাঁটল ইসকন কর্তৃপক্ষ।

Avatar
Monojit

সম্পর্কিত খবর