আজকেই দিন শেষ, এখনো পর্যন্ত ITR ফাইল না করে থাকলেই বিপদ! দিতে হবে এত টাকা জরিমানা

বাংলাহান্ট ডেস্ক : সময় শেষ। আয়কর দপ্তর জানিয়েছিল চলতি বছরের ৩১ শে জুলাই আইটিআর ফাইল করার শেষ দিন। অর্থাৎ আজকের মধ্যে আপনাকে ফাইল করতে হবে ITR (Income Tax Return)। যদি আপনি আজকের মধ্যে ITR ফাইল না করেন তাহলে আপনাকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আয়কর বিভাগ বারবার কর্তাদের কাছে আবেদন জানিয়েছেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে আইটিআর ফাইল করেন। বারংবার আয়কর দপ্তর তাদের টুইটারে পরামর্শ দিয়েছে শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য করদাতারা যেন আগেভাগে কাজ সেরে রাখেন।

গতকাল অর্থাৎ রবিবার আয়কর বিভাগ এখনো পর্যন্ত দায়ের করা আইটিআর ডেটা শেয়ার করে নিয়েছে সবার সাথে। আয়কর বিভাগ জানিয়েছে, ৩০ শে জুলাই পর্যন্ত ভারতের ৬ কোটিরও বেশি করদাতা দাখিল করেছেন আয়কর রিটার্ন। আপনারাও যদি এখনো পর্যন্ত ২০২২-২৩ বর্ষের জন্য আয়কর না দিয়ে থাকেন তাহলে আজই দাখিল করুন।

ছয় কোটির মধ্যে শুধু রবিবার আয়কর দাখিল করেছেন ২৬.৭৬ লক্ষ মানুষ। যদি আজকের মধ্যে করদাতারা ITR দাখিল না করেন তাহলে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সুযোগ পাবেন। কিন্তু সে ক্ষেত্রে মোটা জরিমানা গুনতে হবে করদাতাদের। যে সকল ব্যক্তির বার্ষিক আয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

Income Tax,Filing,Fine,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

অন্যদিকে যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি তাদের জরিমানা দিতে হবে ৫০০০ টাকা। কিন্তু এই ৩১শে ডিসেম্বরের মধ্যেও যারা ITR দাখিল করবেন না তাদের পরবর্তীকালে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। তাই, একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই উচিত প্রতি বছরে আয়কর রিটার্ন ফাইল করা।