মাসির বাড়ি থেকে ঘরে ফিরে যাবেন জগন্নাথ দেব! এই অনুষ্ঠানকে উল্টো রথ কেন বলা হয় জানেন?

বাংলাহান্ট ডেস্ক : হিন্দুদের অন্যতম একটি উৎসব রথযাত্রা (Rath Yatra)। প্রতি বছর রথযাত্রার শুভারম্ভ হয় আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে। এর ঠিক ৯ দিন পর অনুষ্ঠিত হয় উল্টোরথ। রথযাত্রার দিন পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে পুরীর গুচিণ্ডা মন্দিরে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে।

এর ঠিক নয় দিন পর সেই রথে করেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ফিরিয়ে আনা হয় পুরীর মন্দিরে। এই দিনটিকেই উল্টোরথ বলা হয়। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকেই সূচনা হয় রথযাত্রার। রথযাত্রার দিন মন্দিরের বাইরে সকলের সামনে আনা হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তিকে।
এরপর তিনটি সুসজ্জিত রথে বসানো হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে।

সেই সুসজ্জিত রথে শুরু হয় পুজো। এরপর টান পড়ে রথের রশিতে। রথের রশি টেনে তিন ভাইবোনকে নিয়ে যাওয়া হয় তাদের মাসির বাড়ি গুচিণ্ডা মন্দিরে। মূল রথযাত্রার ৯ দিন পর অর্থাৎ দশমীর দিন রথের রশি টেনে পুনরায় গুচিণ্ডা মন্দির থেকে পুরীর মূল মন্দিরে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে ফিরিয়ে আনার প্রথাই উল্টো রথ নামে পরিচিত।

puri rath

এই উল্টো রথ যাত্রা বহুদা রথযাত্রা নামেও পরিচিত। আগামীকাল অনুষ্ঠিত হবে এ বছরের উল্টো রথযাত্রা। মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রা ফিরে যাবেন নিজেদের বাড়ি। রথযাত্রাকে ঘিরে প্রতিবছর লক্ষাদিক পুণ্যার্থীর সমাগম হয় পুরীতে। বলা হয় জগন্নাথ দেবের রথের রশিতে টান দিলে মানুষ সমস্ত জন্মের পাপ থেকে মুক্তি লাভ করে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর