কাশ্মীরে আমির খানের বাড়িতে চলন বুলডোজার! হিজবুল যোগ পাওয়ার পরই বড় অ্যাকশন

বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ (Uttar Pradesh), আসামের (Assam) পর এবার কাশ্মীর উপত্যকাতেও চলল বুলডোজার। আজ সকালেই বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল এক হিজবুল মুজাহিদীন (Hijbul Mujahideen) জঙ্গির বাড়ি। জানা যাচ্ছে, উপত্যকার অনন্তনাগ এলাকায় মুজাহিদ কমান্ডার আমির খানের বাড়িতে বুলডোজার চালাল জম্মু কাশ্মীর প্রশাসন। এই ঘটনার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে সংবাদমাধ্যম।

সংবাদসংস্থা সূত্রে খবর, জম্মু কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও এলাকায় শনিবার সাতসকালেই এক হিজবুল জঙ্গির বিলাসবহুল বাড়ি ভেঙে দিল প্রশাসন। জানা যাচ্ছে, ওই বাড়িটি ছিল আমির খান নামে এক জঙ্গির। আমির হিজবুলের কমান্ডার বলে প্রশাসনিক সুত্রে খবর।

hijbul 2

প্রসঙ্গত, গত বুধবার, জম্মু কাশ্মীরের সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় চার সন্ত্রাসবাদী। তাদের প্রত্যেকের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল বলে জানিয়েছে পুলিস। পুরো এলাকা জুড়ে হাইএলার্ট জারি করেছে প্রশাসন। জানা যাচ্ছে, ওই ৪ জঙ্গি ভারি আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ট্রাকের মধ্যে লুকিয়ে ছিল। খবর পেয়েই এলাকা ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। শুরু হয় গুলির লড়াই। কিছুক্ষণের মধ্যেই ধরাশায়ী হয় ৪ জঙ্গিই। তাদের ৪ জনের কাছ থেকে ৭টি একে ৪৭ রাইফেল, একটি এম৪ রাইফেল, ৩টি পিস্তল এবং প্রচুর কার্তুজ উদ্ধার করেছে সুরক্ষা বাহিনীর জওয়ানরা।

তবে, জম্মু কাশ্মীরে বুলডোজার এই প্রথম নয়। দিন কুড়ি আগেও এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেয় সরকার। পুলওয়ামার রাজপোরা এলাকার নিউ কলোনিতে সন্ত্রাসবাদী আশিক নেঙ্গরোর একটি বাড়ি ছিল। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় সাথে জড়িত জইশ-ই-মহম্মদের সদস্য এই আশিক নেঙ্গরো। ভারত সরকারের ‘সন্ত্রাসবাদী তালিকাতেও নাম রয়েছে কাশ্মীরের বাসিন্দা এই জঙ্গির। এছাড়া একাধিক সন্ত্রাসবাদী হামলায় সাথেও তার প্রত্যক্ষ যোগের প্রমাণ মিলেছে। সেই কুখ্যাত জঙ্গি আশিক নেঙ্গরোর ওই বাড়িটিই বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর