জম্মু-কাশ্মীর লাদাখ পাচ্ছে ভারতের সংবিধানের সুফল,৩১ শে অক্টোবর হতে চলেছে কার্যকর!

 

বাংলা হান্ট ডেস্ক : কোথাও যেন বারুদের গন্ধ কোথাও যেন আবার পাথর ছোড়া। এই ছিল কাশ্মীরের পরিবেশ। পরিবেশ বদলেছে সেদিন থেকেই। তাদের গুরুত্বপূর্ণ বিগত শতকের যখন কাশ্মীর উত্তপ্ত তখন কিন্তু সেই প্রাগৈতিহাসিক ধারায় তাদেরকে বহন করে নিয়ে চলতে হয়েছে। কিন্তু মোদি সরকার আসার পর থেকেই সে ধারার পরিবর্তনের একটা গতি পেয়েছে। এরপরই শুরু হয়ে গেছে সেখানকার পালাবদল। সরকারি আমলাদের মধ্যে শুরু হয়েছে পরিবর্তনের বিভিন্ন কার্যকলাপ।

IMG 20191026 135147

জম্মু-কাশ্মীর লাদাখে নতুন ঘোষণা। বদলে যাচ্ছে 31 অক্টোবরের পর থেকে
370 ধারা 35 এ বিলোপের পর থেকেই কাশ্মীর জুড়ে একটা উত্তপ্ত ছিল। কিন্তু তিনি পরিস্থিতি শান্ত হতেই আবার ফিরে আসে সরকারি কাজকর্মে গতি।

আগামী ৩১ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করছে জম্মু ও কাশ্মীর। তার আগেই শুক্রবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের নাম ঘোষণা করা হল রাষ্ট্রপতি ভবন থেকে। আর এর মধ্যে কিছু অংশ আবার ভোট ও হয়ে গেছে। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পাচ্ছেন গিরিশ চন্দ্র মুর্মু। যথেষ্ট কর্মদক্ষ মানুষ। কেন্দ্রশাসিত লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হবেন রাধাকৃষ্ণ মাথুর। গোয়ার রাজ্যপাল হিসেবে পাঠানো হচ্ছে জম্মু ও কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিককে।

গিরিশ চন্দ্র মুর্মু ১৯৮৫ সালে গুজরাট ক্যাডেটের আই এ এস।এই পরিবর্তন কতটা সার্থক করে সেটাই এখন দেখার।বর্তমানে তিনি রয়েছেন অর্থমন্ত্রকের খরচ সংক্রান্ত সচিব পদে। গুজরাটে থাকাকালীন তিনি ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপ্যাল সচিব পদে।

সম্পর্কিত খবর