ভারতীয় দল ছেড়ে টাকার জন্য IPL খেলেন না! প্রমাণ করে দিলেন যশপ্রীত বুমরা  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তার বিরুদ্ধে বারবার এই অভিযোগ উঠতে থাকে যে তিনি নাকি টাকার জন্য খেলেন এবং দেশের প্রতি আবেগের কোন মূল্য নেই তার কাছে। একাংশের ক্রিকেট সমর্থকরা যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে এমন মন্তব্য করে থাকেন কারণ। গত কয়েক বছরে চোটের কারণে তিনি ভারতীয় দলের (Team India) হয়ে একাধিক ম্যাচে মাঠে নামতে পারেননি। অথচ আইপিএলের (IPL) সময় তিনি এই দিব্যি সুস্থ হয়ে ওঠেন এবং গোটা মরশুম দুর্দান্ত ছন্দে খেলে যান।

কিন্তু এবার সেই নিন্দুকদের পাল্টা জবাব দিলেন বুমরা। তিনি চোটের জন্য চলতি বছরে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। মনে করা হচ্ছিল যে আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন ঘটবে ভারতীয় তারকা পেসারের। কিন্তু শেষ পর্যন্ত যে খবর এলো তা শুনে কিছুটা দুঃখই পাবেন মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা। পিঠের চোটের কারণে এইবারের আইপিএলে অংশ নেওয়া হচ্ছে না বুমরার।

পিঠের চোটের সমস্যায় ভোগে বুমরা গত বছরের জুলাই মাস থেকে ভারতীয় দলের অংশ হতে পারছেন না। মাঝে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য তাকে দলে ফেরানো হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছিলেন তিনি। কিন্তু তড়িঘড়ি করে তাকে দলে ফেরানোর চেষ্টা করায় ফের চোটের জায়গায় তিনি সমস্যা অনুভব করেন। সেই যে তিনি ছিটকে গেলেন এখনো তার ভারতীয় দলে ফেরা হয়নি।

bumrah t 20

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যে চিকিৎসকরা বুমরার চোট পরীক্ষা করে দেখছেন তারা তাকে অস্ত্রোপচারের কথা ভেবে দেখতে বলেছেন। এই ব্যাপারে জাতীয় ক্রিকেট একাডেমি এবং বিসিসিআই বুমরার সঙ্গে কথা বলে তার মতামত জেনে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গত বছর চোটের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বুমরার। চলতি বছরের দেশের মাটিতেও ওডিআই বিশ্বকাপেও তার খেলা আটকে যাক এমনটা কেউই চান না।

বুমরার অনুপস্থিতিতে আইপিএলে ভুগতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকেও। রোহিত শর্মার হাতে জয়দেব উনদকাট, জোফ্রা আর্চারের মতো তারকা পেসাররা থাকলেও বুমরা ছিলেন তাদের পেস বোলিংয়ের মূল অস্ত্র। আইপিএল শুরু হলে রোহিত শর্মাকে দল নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু তার চোখ যে গুরুতর এবং তিনি যে শুধুমাত্র টাকার কথা ভেবে ভারতীয় দল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন না সেই ব্যাপারটি প্রমাণ হয়ে গেছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর