দলিত-মুসলিম-জাট এর একতার কাছে হেরে গেলো বিজেপির দেশপ্রেম!

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানায় এবার ৭৫ পার করার স্লোগান দেওয়া বিজেপি নিজেদের পুরনো প্রদর্শনের থেকেও কম আসন পেলো। কিন্তু পাঁচ মাস আগে লোকসভা নির্বাচনে সমস্ত বিরোধী দল গুলোকে বিপর্যস্ত করে রাজ্যে ৯০ টি বিধানসভার আসনের মধ্যে ৭৯ টি তেই জয় হাসিল করে নিয়েছিল বিজেপি। প্রসঙ্গত, এই বিধানসভা নির্বাচনে দেশপ্রেমের ইস্যুর উপর জাট-মুসলিম-দলিত একটা ভারী পড়ে যায়। আর বাকিটা অতি আত্মবিশ্বাস, গোষ্ঠী দ্বন্দ, ভুল টিকিট বণ্টন আর কর্মীদের দূরে রাখা সম্পূর্ণ করে দেয়।

khattar 1

দলের রণনীতি যারা ঠিক করে তাঁরা জানায়, রাজ্যে বিজেপির খারাপ প্রদর্শনের প্রধান কারণ হল পাঁচ মাস আগে হওয়া লোকসভায় পাওয়া প্রচণ্ড জয়। এই জয়ের জন্য রাজ্য সরকার আর রাজ্যের সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশমার ভরসায় গাছারা ভাব ধরে। এছাড়াও টিকিট বন্টনেও প্রচুর অনিয়ম দেখা যায়। অনেক বড় নেতারা টিকিট না পেয়ে তাঁদের সমর্থকদের নির্দলীয় রুপে ময়দানে নামিয়ে দেন, এমনকি তাঁরা বিজেপির বিরুদ্ধে লাগাতার প্রচার করতে থাকে। আর এর কারণ এই যে, লোকসভা নির্বাচনে ৫৫ শতাংশ ভোট হাসিল করা বিজেপি এই নির্বাচনে ২০ শতাংশ কম ভোট হাসিল করে।

modi khattar rna

টিকিট বিতরণে অনিয়মতার কারণে বিজেপির বিক্ষুব্ধরা নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন, এবং তাঁরা অনেক আসনে জয় লাভও করেন। গত নির্বাচনে বিজেপি সামনা সামনি জাট বনা অ-জাট এর রাজনীতি করেছিল না। কিন্তু এবার সেটা উলটো হয়ে যায়। আর এই কারণে এইবার জাট আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে ভোট দেয়। আরেকদিকে অনেক কয়েকটি আসনে দলিত সম্প্রদায় মুসলিমদের সাথে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে ভোটিং করে। আর এই কারণে দলের বেশিরভাগ বিধায়ক, মন্ত্রী এবং প্রার্থীকে হারের মুখ দেখতে হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর