‘এটা ভারতেরই ভাষা, পাকিস্তান তো …” উর্দু নিয়ে বিস্ফোরক জাভেদ আখতার

বাংলাহান্ট ডেস্ক: স্পষ্ট কথায় কষ্ট নেই। এই চিন্তাধারাতেই বিশ্বাসী গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। বরাবরই স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচয় রয়েছে তাঁর। এমনকি শুধু বলিউডেই নয়, পড়শি দেশ পাকিস্তানে গিয়েও বিতর্কিত মন্তব্য করে সবার মুখ হাঁ করে দিয়েছিলেন জাভেদ। তিনিই এবার দাবি করলেন, হিন্দি নয়, উর্দুতে কথা বলা উচিত।

সম্প্রতি এক বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন সস্ত্রীক জাভেদ আখতার। ‘শায়রানা সরতাজ’ নামে এই উর্দু ভাষায় কবিতার অ্যালবামটি লঞ্চ করেন তিনি। তখনই জাভেদ বলেন, ভারতীয় সাহিত্য সংষ্কৃতি থেকে উর্দু ভাষা ক্রমে হারিয়ে যাচ্ছে। এই প্রাচীন ভাষার গুরুত্ব বজায় রাখতে হলে সবাইকেই এগিয়ে আসতে হবে।

javed akhtar 1 1

পঞ্জাবে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া উর্দু ভাষার গুরুত্ব রক্ষা করায় ড: সতীন্দর সরতাজকে ধন্যবাদ জানান তিনি। আর সেই সঙ্গে জাভেদ যুক্তি দিয়ে বোঝান কেন উর্দু ভাষায় কথা বলা উচিত ভারতীয়দের। তিনি বলেন, উর্দু পাকিস্তানের নয়, বরং হিন্দুস্তানের আপন ভাষা।

জাভেদকে এদিন বলতে শোনা যায়, ‘উর্দু অন্য কোথাও থেকে আসেনি। এটা আমাদের আপন ভাষা। হিন্দুস্তানের বাইরে এই ভাষায় কথা বলা হয় না। দেশভাগের পরেই পাকিস্তানের জন্ম হয়েছে, তার আগে ওটা ভারতেরই অংশ ছিল। অর্থাৎ হিন্দুস্তানের বাইরে এই ভাষা বলা হয় না’।

তিনি আরো বলেন, উর্দু ভাষার প্রতি পাকিস্তানের একটা বড় অবদান রয়েছে। এটা ভারতেরই ভাষা। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ ভারতীয়রা উর্দু বলা বন্ধ করে দিল কেন? পাকিস্তানের জন্য? এখন যদি পাকিস্তান বলে, কাশ্মীর তাদের। সেটাও মেনে নিতে হবে? প্রশ্ন প্রবীণ গীতিকারের।

তিনি স্পষ্ট বলেন, হিন্দুস্তানের থেকে আলাদা হয়ে পাকিস্তানের জন্ম হয়েছে। উর্দু হিন্দুস্তানি ভাষা ছিল, আছে আর থাকবে। তাই উর্দু কেও সমান গুরুত্ব দেওয়া উচিত। হিন্দি রাষ্ট্রভাষা হওয়ায় হিন্দিতে কথা বলাই উচিত, কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম উর্দুর তুলনায় হিন্দি আর ইংরেজিতে বেশি কথা বলছে। এটাও ঠিক নয় বলে মনে করেন জাভেদ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর