ছবি ভাল হলে চলবে নাহলে নয়, বয়কট সংষ্কৃতিতে কিছুই হয়না, দাবি জাভেদ আখতারের

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) বয়কট সংষ্কৃতির (Boycott Culture) জেরে থরহরি কম্প অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক প্রযোজকরা। তাবড় তারকা যারা একসময় ইন্ডাস্ট্রির সুপারস্টার ছিলেন, তারা পর্যন্ত হার স্বীকার করছেন। দর্শকদের মতামতটাই যে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ তা প্রমাণ হয়ে গিয়েছে আবারো। লাল সিং চাড্ডা এবং রক্ষা বন্ধন, দুটো বড় বাজেটের ছবি এভাবে ফ্লপ হতে দেখে চিন্তায় বলিউড। তবে বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) মতে, এই বয়কট সংষ্কৃতি সাময়িক।

সংবাদ মাধ‍্যমের কাছে এ বিষয়ে তিনি বলেন, “এই সময়টা কেটে যাবে। এতে যে কোনো ফারাকই পড়ে না তা খুব স্পষ্ট। ছবি ভাল হলে, দর্শকদের পছন্দ হলে ভাল চলবে। ছবি ভাল না হলে আর দর্শকদের পছন্দ না হলে চলবে না। আমার মনে হয় না বাতিল সংষ্কৃতি আদৌ কোনো কাজ করে।”

javed akhtar 1 1
লাল সিং চাড্ডা দিয়ে শুরু হয়েছিল ছবি বয়কটের ট্রেন্ড। ওই একই দিনে মুক্তিপ্রাপ্ত রক্ষা বন্ধনও বয়কটের মুখে পড়েছিল। অক্ষয় এবং আমির দুজনের ছবিই বড়সড় ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে আমিরের ১৮০ কোটি টাকা বাজেটের ছবি প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে। প্রযোজকদের ক্ষতির পরিমাণ কমাতে নাকি নিজের পারিশ্রমিকই ছেড়ে দিতে চলেছেন আমির।

আমির অক্ষয়ের ছবির পর মুক্তি পেয়েছিল তাপসী পন্নু অভিনীত ‘দোবারা’। সেই ছবিরও একই হাল হয়। তাপসী এবং পরিচালক অনুরাগ কাশ‍্যপ আবার মন্তব‍্য করেছিলেন, তাঁদের ছবিও বয়কট করতে। তাহলে আমির অক্ষয়দের সঙ্গেই নাম থাকবে তাঁদের। দর্শকরা পূরণ করেন সেই ইচ্ছা।

বলিউডের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাইগার’। তেলুগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বলিউড ডেবিউকে দুঃস্বপ্ন বানিয়ে ছেড়েছেন দর্শকরা। বয়কট ট্রেন্ড তো ছিলই, উপরন্তু বিজয় অনন‍্যা দুজনেরই অভিনয়ের ঢালাও সমালোচনা করেছেন অধিকাংশ দর্শক। তুলনায় তেলুগু ছবি ‘কার্তিকেয় ২’র হিন্দি সংষ্করণ অনেক ভাল ব‍্যবসা করেছে।

ভুলভুলাইয়া ২ এর পর আর একটিও হিট ছবি পায়নি বলিউড। কোষাগার ক্রমেই শূন‍্য হচ্ছে। এদিকে বয়কট সংষ্কৃতি যে অন‍্য দুই খানের আসন্ন ছবিও ছাড়বে তা বোঝাই যাচ্ছে। বয়কটের ডাক উঠেছে ব্রহ্মাস্ত্রর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বলিউড কবে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে তার অপেক্ষায় রয়েছেন ইন্ডাস্ট্রির সদস‍্যরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর