‘স্যার, আপনার নেতৃত্বেই ভারত…’, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিশেষ পোস্ট শাহরুখের

বাংলা হান্ট ডেস্ক : প্রথমে পাঠান তারপর জওয়ান__পরপর দুটি ছবির সাফল্যে উচ্ছ্বসিত কিং খান। আর হবে নাই বা কেন, দীর্ঘ ৫ বছরের বিরতির পর বলিউড বাদশা (Shah Rukh Khan) যেভাবে কামব্যাক করেছেন তাতে উচ্ছসিত হওয়ারই কথা। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে এই ছবি। এসবের মাঝেই নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় ভাসলেন কিং খান।

এইদিন G20 শীর্ষ সম্মেলনের সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন শাহরুখ। প্রধানমন্ত্রীর করা পোস্টকে পুনরায় শেয়ার করে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন অভিনেতা। শাহরুখ লিখেছেন, ‘ভারতের হৃদয়ে সম্মান ও গর্বের অনুভূতি রয়েছে। স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যে সমৃদ্ধ হব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত।’

জানিয়ে দিই, সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘জওয়ান’এ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছে দেশের সামনে। কৃষকের আত্মহত্যা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা ব্যবস্থার মত বিষয়গুলির প্রতি বিশেষ নজর দিয়েছেন নির্মাতা অ্যাটলি কুমার। এসবের মধ্যেই ছবিতে শাহরুখের একটি মনোলগ ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : মাফিয়া স্টাইলে তরুণীকে রাস্তা থেকে গাড়িতে তুলে শ্লীলতাহানি! গ্রেফতার গুণধর তৃণমূল নেতা

এই মনোলগে শাহরুখ বলছেন, কাউকে ভোট দেওয়ার আগে জনসাধারণকে জিজ্ঞেস করতে হবে আগামী পাঁচ বছরে তারা দেশের জন্য কী করবেন, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্যের জন্য। আর এই বিষয়টাই দর্শকদের বেশ মনে ধরেছে। আর তাছাড়া শাহরুখের নিজস্ব ক্যারিশমা তো আছেই। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই প্রায় ২০০ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি।

রবিবার ছবিটি রেকর্ড ব্রেক আয় করতে পারে বলে মনে করছে ট্রেড অ্যানালিস্টরা। ছবিটি যদি চতুর্থ দিনে ৮০ কোটি রুপি সংগ্রহ করে, তবে জওয়ান হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম সপ্তাহান্তে সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হয়ে উঠবে। আর শাহরুখের অনুরাগীরা যেভাবে হামলে পড়েছে তাতে করে এই ইতিহাস তৈরি করা খুব একটা অসম্ভব নয় বলেই ধারণা সবার।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর