জয় শাহকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন চেতন শর্মা! মঞ্জুর করলেন BCCI সচিব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নভেম্বর ২০২২, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হতশ্রী পারফরম‍্যান্সের কারণে চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলটি প্যানেলটি ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)। নতুন নির্বাচক হওয়ার জন্য কিছু গাইডলাইন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানুয়ারি ২০২৩, নতুন যে নির্বাচন কমিটি গঠিত হলো, ফের আশ্চর্যজনকভাবে তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো চেতন শর্মাকেই। ফেব্রুয়ারি ২০২৩, গোপন তথ্য ফাঁস করার অভিযোগের দায় নিয়ে নিজেই দায়িত্ব ছাড়লেন চেতন শর্মা।

জানা গিয়েছে যে বিসিসিআইয়ের কাছে নিজেই নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছে। যদিও অনেকেই মনে করছেন যে তাকে চাপ দিয়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছিল যে এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নিতে পারবেন বিসিসিআই সচিবই। আজ তার কাছে ওই ইস্তফা পত্র আসার পরেই তিনি সেটি মঞ্জুর করে দেন বলে খবর পাওয়া যাচ্ছে এখনও অবধি।

IMG 20210909 112107

একটি সংবাদ মাধ্যমের চালানো স্ট্রিং অপারেশনে ভারতীয় দল সম্পর্কে অনেক গোপন তথ্য ফাঁস করতে দেখা গিয়েছে চেতন শর্মাকে। তিনি অভিযোগ তুলেছিলেন বেশ কিছু ভারতীয় ক্রিকেটের বিরুদ্ধে যারা পুরোপুরি সুস্থ না হয়েও প্রয়োজনে বিশেষ ইনজেকশন নিয়ে মাঠে ফেরার চেষ্টা করেন যাতে তাদের ম্যাচ ফি কোনওরকম ভাবেই হাতছাড়া না হয়।

এরপর বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছিলেন চেতন। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ইগোর লড়াইয়ের কারণেই বিরাট অধিনায়কত্ব ছেড়েছিলেন এবং পরবর্তীকালে ইচ্ছা করে সংবাদমাধ্যমের সামনে সৌরভ যা বলেছেন তার বিরুদ্ধ মত সরাসরি প্রকাশ করে তিনি সৌরভকে বিপাকে ফেলতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন চেতন। সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন যে সৌরভ, রোহিতকে অধিনায়ক বানাতে চাননি তিনি শুধু চেয়েছিলেন বিরাট কোহলি যাতে অধিনায়ক না থাকেন।

সেই সঙ্গে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে সংঘাতের ঘটনা যে শুধু মিডিয়ার মস্তিষ্কপ্রসূত, সেটিও এই স্ট্রিং অপারেশনের ভিডিওতে বলতে দেখা গেছে চেতন শর্মাকে। অত্যন্ত কঠিন সময়ে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে ছিলেন রোহিত এমনটাই তার ধারণা ছিল। এত বড় তথ্য প্রকাশ করার পর তিনি যে বেশিদিন নির্বাচক প্রধান হিসেবে থাকবেন না সেটা জানাই ছিল। কবে কোন ভারতীয় নির্বাচনকে নিয়ে এত অল্প সময়ের মধ্যে এত বড় নাটক হয়েছে তা মনে করা অসম্ভব। তবে শেষপর্যন্ত এই নাটকের যবনিকা পতন হলো কিছুটা প্রত্যাশিতভাবেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর