এবার ICC-তে পৌঁছে গেলেন জয় শাহ-ও, নিজের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পদ ধরে রেখেছেন সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগে যখন বিসিসিআই সভাপতি পদ হারিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তখন তাকে আইসিসি চেয়ারম্যান করার একটা প্রস্তাব উঠেছিল। কিন্তু সেই প্রস্তাবটার বাস্তবায়ন হয়নি। তবে নিজের আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পথটি ধরে রেখেছেন প্রাক্তন বিসিসিয়াই সভাপতি। এবার তার সঙ্গে আইসিসিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

কিছুদিন আগে সৌরভকে বিসিসিআই থেকে সরিয়ে দেওয়া এবং জয়ের শাহকে নিজের পদে বহাল রেখে দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। নেপোটিজমের অভিযোগ উঠেছিল জয় শাহর বিরুদ্ধে। বলাই বাহুল্য তিনি নিজে সেই সব মন্তব্যকে খুব বেশি গুরুত্ব দেয়নি। এসিসি প্রধান ও বিসিসিআই সচিব দুটি পদই সামলাচ্ছিলেন তিনি। এবার তার সঙ্গে যুক্ত হলো আরো একটি গুরুত্বপূর্ণ পদ।

এবার থেকে আইসিসির ফিনান্স এন্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্সের প্রধান হিসেবেও কাজ করবেন জয় শাহ। এই নির্দিষ্ট কমিটিটি আইসিসির আর্থিক রীতি নির্ধারণ করে। গতকালই ঘোষণা হয়ে গিয়েছিল আইসিসি চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের জন্য থেকে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রেগ বার্কলে। তারপর আজকে হল এই ঘোষণা।

সৌরভ গাঙ্গুলী বা জয় শাহ নিজে অবশ্য এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। সৌরভ নিজে আইসিসির যে কমিটিতে রয়েছে সেটি মূলত ক্রিকেটের নিয়ম শৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করে থাকে। যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ সেটি।

সাম্প্রতিককালে জয় শাহ আরও নানান গুরুত্বপূর্ণ বিতর্কে জড়িয়েছেন। পাকিস্তানের মাটিতে আগামী বছর এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা থাকলেও তিনি সরাসরি জানিয়েছেন যে ভারত পাকিস্তানের মাটিতে পা রাখবে না বরং পাকিস্তানি নিরপেক্ষ ভেন‍্যুতে এশিয়া কাপ আয়োজন করবে। এই নিয়ে করা প্রতিক্রিয়া দিয়েছিল পিসিবি এবং যথেষ্ট বিতর্কও তৈরি হয়েছিল। তবে সেইসব ব্যাপার যে তার অগ্রগতিতে কোন বাধা প্রদান করছে না সেটা আর একবার স্পষ্ট হয়ে গেল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর