‘আফগানিস্তানে আজ যা হচ্ছে তা বাংলাদেশ বা কলকাতাতেও হতে পারে’, বিষ্ফোরক জয়া আহসান

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের অন‍্যতম নামী তারকা জয়া আহসান (jaya ahsan)। মূলত বাংলাদেশের অভিনেত্রী হলেও তিনি এপার বাংলাতেও সমান ভাবে জনপ্রিয়। অভিনয় দিয়ে আগেই সবার মন জিতেছেন জয়া। যত দিন যাচ্ছে টলিউডেও নিজের জায়গা কায়েম করে নিচ্ছেন তিনি। তাবড় অভিনেতাদের সঙ্গে একের পর এক ছবিতে যেমন অভিনয় করছেন তেমনি পুরস্কৃতও হচ্ছে তাঁর অভিনীত ছবি।

শুধু জয়া নন, বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা, আজমেরি হক বাঁধনও কাজ শুরু করেছেন টলিউডে। প্রতিযোগিতা কি বাড়ছে জয়ার? সংবাদ মাধ‍্যমের প্রশ্নে অভিনেত্রী বলেন, শিল্পের কোনো সীমা থাকায় বিশ্বাসী নন তিনি। বরং তিনি চান বাংলাদেশের আরো শিল্পীরা এসে অভিনয় করুন টলিউডে।

IMG 20210818 130242
শেষবার অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল জয়াকে। বিশ্ব দরবারে পুরস্কৃতও হয়েছিল ছবিটি। এবার ফের পরিচালকের আরেকটি ছবিতে দেখা যাবে জয়াকে। ছবির নাম বিনিসুতো। তবে অভিনেত্রী জানালেন, এই ছবিটি আসলে আড়াই বছর আগেকার। অতনু ঘোষের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। কিন্তু ছবিটি মুক্তি পাচ্ছে এতদিনে। ছবিতে জয়ার চরিত্রের নাম শ্রাবণী বড়ুয়া।

অতিমারি আবহেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। বাস্তবিকই নির্মাতাদের এই সিদ্ধান্তে খুশি জয়া। তাঁর কথায়, “শুটিং বন্ধ করে দেওয়া মানে মাছকে জল থেকে তুলে নেওয়া। জল ছাড়া মাছ বাঁচবে না, আর আমরাও শুটিং ছাড়া থাকতে পারব না। শুটিং হোক কিন্তু নিরাপদে হোক।” আগামীতে ভূতপরী এবং ওসিডি নামে আরো দুটি ছবির মুক্তি রয়েছে জয়ার।

আপাতত বাংলাদেশে রয়েছেন অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমে প্রতিনিয়ত আফগানিস্তানের দুর্দশা দেখে শিউড়ে উঠছেন। জয়ার অভিযোগ, “পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সবসময় মহিলাদের দিকেই ঘুরে যায়। আফগান পরিচালক সারা করিমি যে সাহায‍্যের আবেদন করেছেন তাতে আমার পূর্ণ সায় রয়েছে। দূর থেকে কতটা কী করতে পারব জানি না। তবে সুযোগ পেলে নিশ্চয়ই করব। বাংলাদেশ, ভারত বা বিশ্বের যেকোনো দেশেই মহিলাদের উপর অত‍্যাচার হলে আমাদের সরব হতে হবে। আজ ওখানে যা হচ্ছে তা কাল আমার দেশে।বা কলকাতাতেও হতে পারে।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর