সব‍্যসাচীর পোস্ট ডিলিটের মাঝে ফেসবুকে কালো ছবি পোস্ট জিতুর! মুখ খুললেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) শরীর স্বাস্থ‍্যের আপডেট দিয়ে করা সাম্প্রতিক সমস্ত ফেসবুক পোস্ট মুছে ফেলেছেন সব‍্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। শুক্রবার রাতে একটি দীর্ঘ বার্তায় তিনি অভিনেত্রীর চিকিৎসায় সাড়া দেওয়ার সুখবর জানিয়েছিলেন। কিন্তু শনিবার হঠাৎই খবর আসে, আবারো হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। এরপরেই হঠাৎ করেই নভেম্বর মাসের সমস্ত ফেসবুক পোস্ট মুছে দেন সব‍্যসাচী।

এমন করার কারণ নিয়ে যখন জল্পনা চলছে তখনি অভিনেতা জিতু কামালও (Jeetu Kamal) নিজের ফেসবুক প্রোফাইল পিকচার কালো করে দিলেন। এর আগে নিজের ফেসবুক প্রোফাইলের ডিসপ্লে পিকচার বদলে সব‍্যসাচীর একটি ছবি লাগিয়েছিলেন জিতু ।

Jeetu kamal
ছবিতে বামাক্ষ‍্যাপা রূপী সব‍্যসাচী জড়িয়ে মা তারাকে। জিতু লিখেছিলেন, ‘ঈশ্বরকেও কখনো কখনো মনে করিয়ে দেওয়া প্রয়োজন… যে এই ছেলেটির নাম সব্য’। সম্প্রতি সব‍্যসাচীর লেখা দীর্ঘ বার্তাটিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করে তিনি লিখেছিলেন, ভাল জিনিস ছড়ান, খারাপ নয়। আর ভুয়ো তো নয়ই।

কিন্তু হঠাৎ জিতুর ফেসবুক ডিপি সম্পূর্ণ কালো হয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ নেটনাগরিকদের। হঠাৎ ডিপি বদলে কালো করে দেওয়ার কারণ খুঁজছেন সকলে। তবে জিতু নিজেই যাবতীয় উদ্বেগের অবসান ঘটিয়েছেন। এক সংবাদ মাধ‍্যমকে তিনি জানিয়েছেন, তাঁর ফেসবুক ডিপি তিনি নিজে থেকে কালো করেননি। আর এর সঙ্গে ঐন্দ্রিলারও কোনো সম্পর্ক নেই।

এই কালো ডিপি তাঁর অনেক দিন আগে থেকেই ছিল। মাঝে সাময়িক ভাবে অন‍্য ছবি লাগিয়েছিলেন। ১৫-১৭ দিন পর আপনা থেকেই পুরনো ডিপি চলে এসেছে। এর সঙ্গে ঐন্দ্রিলা কোনো ভাবেই জড়িত নয় বলেই সাফ জানান জিতু।

গত ১ লা নভেম্বর বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। মস্তিষ্কে স্ট্রোক হয় তাঁর। দ্রুত হাওড়ার আন্দুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। এ বিষয়ে সব‍্যসাচী প্রথম ভুয়ো খবরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

মনের মানুষের পাশে প্রথম দিন থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। অনুরাগীদের জন‍্য মাঝেমধ‍্যে আপডেট দিয়েছেন ঐন্দ্রিলার। কখনো আবার ভুয়ো খবরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সেই সব পোস্ট হঠাৎ করেই মুছে দিয়েছেন সব‍্যসাচী। কিন্তু তাঁর এমনটা করার কারণ জানা যায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর