‘এবার মাওবাদী খেলবে তৃণমূলের সঙ্গে’, ঝাড়গ্রামে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। এরপর থেকেই এই স্লোগানটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, রাজনৈতিক প্রাঙ্গণ থেকে মাধ্যমিক পরীক্ষাপত্রেও পৌঁছে যায়। বর্তমানে জঙ্গলমহলে তৃণমূল দলের নেতাদের বিরুদ্ধে মাওবাদী পোস্টারে দেখা মিলল এই স্লোগানের।

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে এদিন ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় পোস্টার টাঙালো মাওবাদীরা। সেই পোস্টারে লেখা হয়, “এতদিন জনগণের সঙ্গে তৃণমূল খেলা করেছে আর এবার মাওবাদীরা তাদের সঙ্গে খেলবে। স্বভাবতই এই পোস্টার কাণ্ডের পর ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। তবে এই কাণ্ড জঙ্গলমহলের বুকে প্রথম নয়, এর পূর্বেও বাঁকুড়ার বারিকুল থানার কেন্দতল মোড় এলাকায় গাছের সঙ্গে পোস্টার ঝুলতে দেখা যায়। এছাড়াও কিছুদিন পূর্বে গড়বেতা থানার গনগনি অঞ্চলে মাওবাদীদের দ্বারা লেখা অপর এক পোস্টার চোখে পড়ে।

সেই পোস্টারে এলাকাবাসীদের পাট্টা জোগাড় করে দেওয়ার দাবি করা হয়। পরবর্তীকালে, পুলিশ প্রশাসন আসরে নেমে ঘটনাটির সামাল দেয়।

বর্তমানে, পোস্টার কাণ্ডে গোটা জঙ্গলমহল জুড়ে হাই এলার্ট জারি করেছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সুপার বলেন, “আমরা এলাকায় নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা মজবুত করে তুলেছি। এর মাঝেই এদিন ঝাড়গ্রামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে জানা যায় যে, রাস্তার মধ্যে কিছু যুবকের দল তার উপর হামলা চালায় এবং এরপর বাইক সহ টাকা-পয়সা ছিনতাই করে পালায় তারা। তবে এই ঘটনায় যে মাওবাদীদের যোগ নেই, তা স্পষ্ট জানিয়েছে প্রশাসন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর