বিধায়ক প্রতি ১০ কোটি, বিজেপি ক্ষমতায় এলে মন্ত্রী! হিমন্তের বিরুদ্ধে বোমা ফাটালেন ঝাড়খণ্ডের MLA

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল হাওড়ার (Howrah) পাঁচলা এলাকা সংলগ্ন রানিহাটিতে একটি কালো রংয়ের গাড়ি থেকে উদ্ধার করা হয় ৪৯ লক্ষ টাকা, যা ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ডের (Jharkhand) তিন কংগ্রেস (Congress) বিধায়ক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আসল সত্যতা সকলের সামনে নিয়ে আসতে বদ্ধপরিকর পুলিশ। তবে এর মাঝেই এবার অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himant Biswa sarma) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বসলেন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক কুমার জয় মঙ্গল সিং (Kumar jay mangal singh)। বিজেপির (BJP) বিরুদ্ধে প্রতি বিধায়ক কিছু ১০ কোটি টাকা দিয়ে তাদেরকে কেনা বেচার পরিকল্পনা ছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা। ইতিমধ্যেই এ অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোর।

গতকাল হাওড়ার ঘটনাটি সামনে আসার পরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূল ও কংগ্রেসের মত বিরোধী দলগুলি। মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ড সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করে চলেছে বলে কটাক্ষ ছুঁড়ে দেয় সকলে। এর মাঝে এদিন ঝাড়খণ্ডের বারমো বিধানসভার বিধায়ক জয়মঙ্গল সিং বলেন, “প্রতি বিধায়ক কিছু ১০ কোটি টাকা করে খরচ করতো বিজেপি। ঝাড়খণ্ডে বিজেপি সরকার এলে আমাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ দেবেন বলে প্রতিশ্রুতিও দেন ইরফান আনসারি।”

যদিও এহেন অভিযোগ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী জানান, “দীর্ঘ বহু বছর ধরে আমি কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলাম। সেই কারণে ওদের অনেক নেতার সঙ্গে আমার যোগাযোগ রয়ে গিয়েছে। তবে এই অভিযোগ কেন তোলা হয়েছে, তা জানি না।”

উল্লেখ্য, গতকাল হাওড়ায় কালো রঙের একটি  গাড়িতে ‘কংগ্রেস বিধায়ক’ এবং ‘ঝাড়খণ্ড’ লেখা বোর্ড থাকায় সর্বপ্রথম সন্দেহ হয় এবং পরবর্তীতে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হওয়ার পরেই আটক করা হয় সকলকে। পুলিশি জিজ্ঞাসাবাদ মাঝে এদিন ইরফান আনসারি, রাজেশ এবং নমন বিকসল নামে তিন কংগ্রেস বিধায়ক জানান, “বড়বাজার থেকে শাড়ি কেনার উদ্দেশ্যেই আমরা টাকা এনেছিলাম। আসলে ঝাড়খণ্ডের গ্রামীণ অঞ্চলে এ সকল শাড়ি গুলি বিতরণ করার কথা রয়েছে।” যদিও এক্ষেত্রে জেরায় আরো বহু তথ্য উঠে আসবে বলেই মত পুলিশের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর