চেকিংয়ের সময় পিষে দিল পিকআপ ভ্যান! ঘটনাস্থলেই মৃত্যু মহিলা পুলিশকর্মী সন্ধ্যাদেবীর

বাংলা হান্ট ডেস্কঃ দেশবাসীকে সুরক্ষা প্রদান করার প্রধান দায়িত্ব থাকে পুলিশের কাঁধে। প্রতিটি এলাকায় সন্ত্রাস দমন থেকে শুরু করে আইনি ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার কর্তব্য প্রশাসনের। সেই দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক সময় বিপদের মুখে পড়তে হয় পুলিশকে। সম্প্রতি পাথর পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে মাফিয়াদের হাতে প্রাণ হারান হরিয়ানার (Haryana) ডিএসপি সুরিন্দর সিং বিষ্ণোই। সেই ঘটনায় ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারসহ গোটা এলাকায় আর সেই ঘটনা মাঝে গতকাল পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলা পুলিশকর্মীর। এই ঘটনাটি নেহাত দুর্ঘটনা, নাকি কোন রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে ঝাড়খণ্ড (Jharkhand) পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রের খবর, তুপুদানা ওপির ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন সন্ধ্যা তপনো নামের মহিলা পুলিশকর্মী। গতকাল এলাকায় গাড়ি চেকিং করার সময় আচমকা এক পিকআপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্ধ্যাদেবীর। পরবর্তীতে ওই গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, এলাকায় বহুদিন ধরেই পশু পাচার করা হচ্ছিল বলে সন্দেহ হয় পুলিশের। এরপরেই শুরু হয় গাড়ি চেকিং। তবে এর মাঝেই মহিলা পুলিশকর্মীর মৃত্যুর ঘটনা নেহাত দুর্ঘটনা, নাকি এর পিছনে বড় কোন ষড়যন্ত্র রয়েছে, তা জানতে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, কয়েকদিন পূর্বেই হরিয়ানায় বেআইনিভাবে পাথর খাদান চলছিল। সেই খবর সামনে আসতেই এলাকার ডিএসপি সুরিন্দর সিং পাথর পাচার রুখতে তৎপর হন। তবে সেই সময় একটি ডাম্পার সুরিন্দরকে পিষে দিয়ে চলে যায় এবং সেখানেই মৃত্যু হয় তাঁর। ঐ ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি আর তার মাঝেই মহিলা পুলিশকর্মীর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিস্তর জল্পনা। তবে এক্ষেত্রে পাথর পাচারের পাশাপাশি পশু পাচারের মতো ঘটনায় প্রশাসন পরবর্তী পদক্ষেপ কি নেয়, তা বর্তমানে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর