দীপাবলির উপহার নিয়ে এল Jio, গ্রাহকরা পাবেন ১০০% ক্যাশ ব্যাক এবং ১৫ দিনের অতিরিক্ত বৈধতা

বাংলাহান্ট ডেস্ক : দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য দিওয়ালি অফার ঘোষণা করেছে। JioFiber ডাবল ফেস্টিভ্যাল বোনানজা অফার 2022-এর অধীনে, কোম্পানি 100% ক্যাশব্যাক এবং 15 দিনের অতিরিক্ত বৈধতা অফার করছে। নতুন JioFiber প্ল্যান বুক করার ক্ষেত্রে 6500 টাকা পর্যন্ত বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আসুন আমরা আপনাকে রিলায়েন্স জিওর দিওয়ালি অফার সম্পর্কে সমস্ত কিছু বলি…

ডাবল ফেস্টিভ্যাল বোনানজায়, গ্রাহকরা যদি একটি নতুন JioFiber কানেকশন নেন এবং 599 টাকা বা 899 টাকার একটি প্ল্যান বেছে নেন, তাহলে প্ল্যানে প্রাপ্ত সুবিধাগুলি ছাড়াও তারা 2টি অতিরিক্ত সুবিধা পাবেন৷ প্রথমটি 100% ক্যাশব্যাক আর দ্বিতীয়টি 15 দিনের অতিরিক্ত বৈধতা।

599 টাকার Jio Fiber প্ল্যান: Reliance Jio-এর 599 টাকার প্ল্যানে 30Mbps গতিতে আনলিমিটেড ডেটা পাওয়া যাচ্ছে। 14টিরও বেশি OTT অ্যাপ এবং 550টিরও বেশি অন-ডিমান্ড চ্যানেলও এই প্ল্যানে অফার করা হয়েছে। গ্রাহক যদি 6 মাসের জন্য মোট 4241 টাকা দিয়ে ফাইবার কানেকশান নেন তাহলে কোম্পানি নতুন গ্রাহকদের 4500 টাকার ভাউচার দেবে। Jio গ্রাহকদেরকে আজিওর 1000 টাকা, রিলায়েন্স ডিজিটাল 1000 টাকা, NetMeds 1500 টাকা IXIGO ভাউচার দেওয়া হবে। পাশাপাশি, প্ল্যানে 6 মাস ছাড়াও 15 দিনের জন্য অতিরিক্ত বৈধতাও পাওয়া যাবে।

899 টাকার Jio Fiber প্ল্যান (6 মাসের জন্য): 899 টাকার Jio Fiber প্ল্যানে 100Mbps গতিতে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে 14টিরও বেশি OTT অ্যাপ এবং 550টিরও বেশি অন-ডিমান্ড চ্যানেল উপলব্ধ। গ্রাহকদের 6 মাসের জন্য মোট 6365 টাকা দিতে হবে (5,394 টাকা + 971 টাকা GST)। কোম্পানি উত্সব মরসুমে নতুন গ্রাহকদের ভাউচার হিসাবে 6,500 টাকার সুবিধা দেবে। 2000 টাকা আজিও, 1000 টাকা রিলায়েন্স ডিজিটাল, 500 টাকা NetMeds এবং 3000 টাকা IXIGO ভাউচার পাওয়া যাবে। এর পাশাপাশি প্ল্যানে 15 দিনের অতিরিক্ত বৈধতাও পাওয়া যাবে।JIOBOOK

899 টাকার JioFiber প্ল্যান (3 মাসের জন্য): নতুন Jio গ্রাহকরা যদি 3 মাসের জন্য 899 টাকার প্ল্যান নেন, তাহলে তাদের মোট 2697 টাকা দিতে হবে (3,182 টাকা + 485 টাকা GST)। কোম্পানি এই প্ল্যানে 3500 টাকা পর্যন্ত ভাউচার বিনামূল্যে দিচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর