পুজোতেই গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল Jio, মিলবে 5G পরিষেবা সঙ্গে আনলিমিটেড ডেটা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই Jio 5G সংক্রান্ত বিস্তারিত তথ্য এবার সামনে এনেছে। জানা গিয়েছে, ২০১৬ সালে ওই কোম্পানি 4G পরিষেবার জন্য যেভাবে বিটা টেস্ট সম্পন্ন করেছিল 5G-র ক্ষেত্রেও ঠিক সেই পথেই হাঁটছে তারা। 5G পরিষেবা দশেরা থেকে ভারতের চারটি শহরে শুরু হবে। যার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী। খবর অনুযায়ী, Jio-র 5G পরিষেবা স্ট্যান্ডঅ্যালোন 5G পরিষেবা হবে। অতএব, এর ফলে গ্রাহকেরা অত্যন্ত দ্রুত গতির ডেটা আশা করতে পারেন। এমতাবস্থায়, আপনি যদি Jio-র 5G পরিষেবা ব্যবহার করে দেখতে আগ্রহী হন, সেক্ষেত্রে আপনাকে কিছু তথ্য জেনে রাখতে হবে। বর্তমান প্রতিবেদনে সেগুলি বিস্তারিতভাবে উপস্থাপিত করা হল।

Jio 5G কিভাবে এবং কোথায় পাবেন:
১. Jio True 5G ওয়েলকাম অফার দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসীতে চালু হচ্ছে।
২. Jio শুধুমাত্র ওয়েলকাম গ্রাহকদের আমন্ত্রণের মাধ্যমে 5G পরিষেবা প্রদান করবে।
৩. গ্রাহকরা এর মাধ্যমে 1GBps-এর বেশি গতি সহ আনলিমিটেড 5G ডেটা পাবেন৷
৪. চারটি শহরে প্রাথমিক ট্রায়ালের পরে, সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুত হওয়ার সাথে সাথে Jio 5G-র বিটা ট্রায়াল পরিষেবা অন্যান্য শহরে আসবে।
৫. শহরের নেটওয়ার্ক কভারেজ যথেষ্ট ভালো না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিটা ট্রায়াল চলতে থাকবে।
৬. যাঁরা আমন্ত্রণ পাবেন সেই সমস্ত গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে 4G পরিষেবা থেকে Jio True 5G পরিষেবাতে আপগ্রেড করতে পারবেন৷ সেক্ষেত্রে সিম কার্ড আপগ্রেড করার বা বিশেষ 5G সিম কার্ডে পরিবর্তন করার কোনো দরকার নেই। 4G সিমেই 5G গতিতে স্ট্রিম করা যাবে।
৭. Jio সূত্রে জানা গিয়েছে, Jio True 5G পরিষেবাগুলির সাথে কাজ করার জন্য 5G হ্যান্ডসেটগুলিকে সক্ষম করার লক্ষ্যে সমস্ত নির্মাতাদের সাথে তারা কাজ করছে।

Jio 5G ওয়েলকাম অফার কি: Jio 5G ওয়েলকাম অফারের অধীনে, টেলিকম অপারেটর 1GBps+স্পিড সহ আনলিমিটেড 5G ডেটার সুবিধা প্রদান করবে।

JIO 5G SPECTRUM

আগামী বছর শুরু হবে BSNL-এর 5G পরিষেবা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Jio আনুষ্ঠানিকভাবে 5G-র বিটা টেস্টের বিষয়ে ঘোষণা করলেও এখনও Airtel তার 5G পরিষেবার কোনো বিটা পরীক্ষার ঘোষণা করেনি। তবে, Airtel দীপাবলির মধ্যে ভারতের প্রধান শহরগুলিতে 5G পরিষেবা চালু করার ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি, Vodafone Idea এখনও তার 5G পরিষেবা রোলআউট সম্পর্কে কোনো ঘোষণা করেনি। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL, ২০২৩ সালের ১৫ অগাস্টে 5G পরিষেবা শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর